Advertisement
Advertisement

পরমাণু অস্ত্রের প্রয়োগ চেয়ে বিতর্কে ট্রাম্প

ট্রাম্পের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রাজনীতিকরা৷

John McCain Hedges on Donald Trump Having Nuclear Weapons
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 1:39 pm
  • Updated:August 6, 2016 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীর প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠল সে দেশের রাজনীতিতে৷ তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে শুরু করে দলীয় সতীর্থরাই৷ বিতর্কিত প্রার্থী অবশ্যই রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর প্রশ্ন, হাতে পরমাণু অস্ত্র থাকলেও তা কেন ব্যবহার করা যাবে না? একবার নয়, তিনবার তিনি ঠিক এই প্রশ্নই করেছিলেন বিদেশনীতি সংক্রান্ত এক উপদেষ্টাকে৷ স্বাভাবিকভাবেই তাঁর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মার্কিন রাজনীতিক৷

গত বুধবার একটি জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালক, ফ্লোরিডার প্রাক্তন রিপাবলিকান কংগ্রেসম্যান জো স্কারবারো খবরটি ফাঁস করেন৷ সিআইএ-র প্রাক্তন ডিরেক্টর মাইকেল হেডেনের সঙ্গে সাক্ষাৎকারের সময় তাঁর দাবি, বিদেশনীতি নিয়ে একটি সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এক বিশেষজ্ঞকে ট্রাম্প এই প্রশ্ন করেছিলেন৷ মঙ্গলবারই ট্রাম্পের মানসিক সুস্হতা, প্রেসিডেন্ট পদে বসার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বর্তমান প্রেসিডেণ্ট বারাক ওবামা৷ অনেকেই মনে করছেন, মানসিকভাবে সুস্থ হলে কেউ বিদেশনীতি ও পরমাণু অস্ত্র সম্পর্কে এমন শিশুসুলভ প্রশ্ন করতে পারেন না৷ তাঁদের মধ্যে অনেক রিপাবলিকানও আছেন৷ যদিও বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বিশ্বশান্তি নিয়ে অনেক কথা বলেছেন ট্রাম্প৷

Advertisement

তাঁর দাবি, বিশ্বে শান্তি ফেরানোর ক্ষেত্রে তাঁর চেয়ে কোনও যোগ্য ব্যক্তিত্ব নেই৷ বয়সটাও শীর্ষপদে বসার ক্ষেত্রে কোনও বাধা নয়৷ একদিকে ট্রাম্প যখন অভিবাসীদের নিয়ে কড়া মন্তব্য করছেন, অন্যদিকে তখন অভিবাসন আইন ভাঙার অভিযোগ উঠেছে তাঁর তৃতীয় স্ত্রী তথা প্রাক্তন মডেল মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে৷ এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে মেলানিয়া জানান, “১৯৯৬ সালে আমি আমেরিকায় এসেছিলাম৷ সেই সময় আমার অভিবাসী জীবনের নানা তথ্য ও খবর বিকৃত করা হচ্ছে৷ আমি অভিবাসন আইন মেনে চলেছি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement