Advertisement
Advertisement

Breaking News

উমর খালিদের জামিন খারিজের দাবি এবিভিপি-র

এরকম দেশদ্রোহীরা জঙ্গিদের থেকেও ভয়ানক৷

jnus-umar-khalid-compares-burhan-wani-che-guevara-abvp-demands-his-bail-be-cancelled
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 3:52 pm
  • Updated:July 11, 2016 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফজল গুরুর মতো সন্ত্রাসবাদীর সমর্থনে মুখ খুলেছিলেন৷ প্রশংসা করলেন কাশ্মীরে মৃত বিছিন্নতাবাদী নেতা বুরহানকেও৷ তাকে তুলনা করলেন চে গুভেরার সঙ্গে৷ এসবই কি বিছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়ার ইঙ্গিত? জেএনইউ ছাত্র উমর খালিদের মন্তব্যে সে ইঙ্গিতই পাচ্ছেন এবিভিপি নেতা সৌরভ শর্মা৷ আর সে কারণেই উমরের জামিন খারিজেরও দাবি জানিয়েছেন তিনি৷

কানহাইয়া কুমারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রদোহিতার অভিযোগ উঠেছিল উমরের বিরুদ্ধেও৷ পাক সন্ত্রাবাদী আফজল গুরুর সমর্থনে মুখ খোলা, বিছিন্নতাবাদী ও দেশদ্রোহী স্লোগান দেওয়া এরকম নানা অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়৷ পরে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত হন তিনি৷ কিন্তু তাঁর সাম্প্রতিক মন্তব্যের জেরে এই জামিন খারিজের আবেদন তুলল এবিভিপি৷ কাশ্মীরে হিজবুল জঙ্গি বুরহানের মৃত্যুর পর চে গুভেরার সঙ্গে তাঁর তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন উমর৷ পরে সে পোস্ট তিনি তুলে নিলেও তাঁর মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে৷ এদিন সেই প্রসঙ্গেই আরএসএস-এর ছাত্র সংগঠনের নেতা সৌরভ শর্মা বলেন,  “আফজল গুরুর পর বুরহানকে সমর্থন করা ইঙ্গিত দিচ্ছে যে, জঙ্গিদের সঙ্গে ওর যোগ আছে৷ এরকম দেশদ্রোহীরা জঙ্গিদের থেকেও ভয়ানক৷ আমি এর জামিন নাকচের দাবি জানাচ্ছি এবং ওর সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে কি না সে ব্যাপারে তদন্তের আর্জি জানাচ্ছি৷”

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বুরহানের ভূয়সী প্রশংসা করেছিলেন উমর৷ মৃত্যুকে তার ভয় নেই, বরং রাষ্ট্রীয় দমনের মধ্যে বেঁচে থাকতেই তার ভয় ছিল বলে উল্লেখ করেছেন উমর৷ কাশ্মীরে বুরহানের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছে আজাদ কাশ্মীরের দাবি তোলা বহু মানুষ৷ কিন্তু তা যে প্রকারন্তরে বিছিন্নতাবাদকে উসকানি দিচ্ছে তা বলাই বাহুল্য৷ নিরাপত্তারক্ষীরা কঠোর হাতে তা দমন করছেন৷ এই পরিস্থিতিতে উমরের এই মন্তব্য দেশের তরুণ প্রজন্মকেও যে বিপথে চালিত করতে পারে এমন আশংকা ছিল অনেকেরই৷ তা নিয়ে নানামহলে সমালোচনাও চলছিল বিস্তর৷ আরও এক ধাপ এগিয়ে এবার তাঁর বিরুদ্ধে তদন্তেরই দাবি তুলল এবিভিপি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement