Advertisement
Advertisement

তেল সরবরাহকারী সংগঠনগুলির ধর্মঘটে জ্বালানি সংকটে ভূস্বর্গ

অভিযোগ, উপত্যকায় পেট্রোল, ডিজেল, কেরোসিন সরবরাহ করতে গেলেই হেনস্তার শিকার হতে হচ্ছে৷

J&K's Fuel Supply Has Been Cancelled Till Further Notice
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 1:22 pm
  • Updated:August 22, 2016 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় গাড়ি নিয়ে পেট্রোল, ডিজেল, কেরোসিন সরবরাহ করতে গেলেই হেনস্তার শিকার হতে হচ্ছে৷ এই অভিযোগে রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে সামিল হল জম্মু-কাশ্মীরের জ্বালানি তেল সরবরাহকারী সংগঠনগুলি৷

শনিবার কাশ্মীরের অনন্তনাগ জেলার খান্নাবাল এলাকায় তেল সরবরাহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মারধর খেতে হয় দুই ট্যাঙ্কার ড্রাইভারকে৷ ছাড় পাননি খালাসি ও হেল্পাররাও৷ বারবার এই ধরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ জানান জম্মু ও কাশ্মীরের পেট্রোল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনন্দ শর্মা৷ চালক, হেল্পারদের মারধরের পাশাপাশি ট্যাঙ্কারেরও ক্ষতি করা হয় বলে জানান তিনি৷ চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ২৭০টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিন্তু, অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ সেই কারণে উপত্যকায় আর তাঁরা কোনও ট্যাঙ্কার পাঠাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন৷

Advertisement

জুলাই মাসের প্রথম থেকেই অশান্ত ভূস্বর্গ৷ এখনও পর্যন্ত কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি৷ এই অবস্থায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে কার্যত স্তব্ধ হয়ে যাবে উপত্যকা৷ এমনটাই ধারণা বিশেষজ্ঞদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement