Advertisement
Advertisement

রাজ্যে লগ্নি বাড়ানোর সিদ্ধান্ত আইটিসির

রাজ্যে লগ্নি নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে আইটিসির৷ হোটেল ব্যবসা যেমন বাড়ানো হয়েছে তেমনই দু’টি বড় প্রকল্প গড়া হচ্ছে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 11:10 am
  • Updated:July 23, 2016 11:10 am  

স্টাফ রিপোর্টার: রাজ্যে লগ্নি নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে আইটিসির৷ হোটেল ব্যবসা যেমন বাড়ানো হয়েছে তেমনই দু’টি বড় প্রকল্প গড়া হচ্ছে৷ এই দু’টি কারখানার একটি আগামী সেপ্টেম্বরে চালু হবে৷ আর একটি উৎপাদন শুরু করবে ২০১৭ সালে৷ এজন্য আইটিসি কর্তৃপক্ষ উদ্যোগী বলে জানান চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বের৷ শুক্রবার কলকাতায় সংস্থার বার্ষিক সাধারণ সভায় তিনি জানান, “আমাদের লক্ষ্য সংস্থার উৎপাদিত পণ্যকে শুধু ভারতসেরা করা নয়, বিশ্বের বাজার ধরা৷ তবে তার আগে দেশের বাজারে এক নম্বর হতে হবে৷ কেন না ভারতে বিশাল বাজার রয়েছে৷” প্রতিযোগিতা বাড়ছে৷ বেশ কয়েকটি সংস্থা দ্রুত উঠে আসছে৷ এই অবস্থায় আইটিসি গোষ্ঠীর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা৷ তখন দেবেশ্বর জানান, “প্রতিযোগিতাকে ভয় পাওয়ার কোনও মানে হয় না৷ প্রতিযোগিতা না থাকলে পণ্যের মান বাড়ে না৷ আত্মসন্তুষ্টির চলে আসে৷ তা যে কোনও সংস্থার পক্ষে খারাপ৷ বরং এই পরিস্থিতিতে উদ্ভাবনী ক্ষমতার উপর জোর দিতে হবে৷”

উল্লেখ্য, এই বছর তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও সংস্থা তাঁকে  ছাড়ছে না৷ বরং বিশেষ পদ দিয়ে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান করে রাখছে৷ চিনের সিগারেট বাজারে ঢুকছে এবং দেশের অর্থনীতিতে থাবা বসাচ্ছে বলে অভিযোগ করেন অনেকে৷ তার উত্তরে দেবেশ্বর বলেন, “বিষয়টি জানি৷ কিন্তু এটা খুব বড় সমস্যা নয়৷” তামাক শিল্প দিয়ে শুরু করলেও এখন চারটি ক্ষেত্রে ব্যবসা বাড়িয়েছে আইটিসি৷ তবে এখনও তামাক শিল্পই সব চেয়ে বেশি লাভ দিচ্ছে৷ বর্তমানে সায়েন্স সিটির পাশে যে হোটেলটি রয়েছে তারই লাগোয়া আর একটি হোটেল করছে সংস্থা৷ প্রায় এক লক্ষ ৬০ হাজার বর্গফুটের এই প্রকল্প এখানকার ছবিটাই বদলে দিতে চলেছে৷ তাঁরা যে কোল্ড চেন সিস্টেমের ধ্যানধারণা বদলে দিতে চলেছেন তাও জানিয়ে দেবেশ্বর বলেন, “আমরা এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ করেছি৷ বাড়ির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বৃহৎ বাজার রয়েছে৷ সেই বাজার আমরা ধরতে পেরেছি৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement