Advertisement
Advertisement

Breaking News

আপ বিধায়কের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ১৩০ কোটি টাকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ বিধায়ক কর্তার সিং তানওয়ারের বাড়ি হানা দিয়ে আয়কর দফতর টাকা ও সামগ্রী মিলিয়ে উদ্ধার করল প্রায় ১৩০ কোটি৷  এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হযেছিল৷ তবে এবার অভিযান চালিয়ে উদ্ধার হল নজিরবিহীন অর্থমূল্যের সামগ্রী ও টাকা৷ যদিও পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন অভিযুক্ত বিধায়ক৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, […]

IT Dept recovers Unaccounted Wealth of Rs 130 Crore from AAP MLA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 1:51 pm
  • Updated:August 10, 2016 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ বিধায়ক কর্তার সিং তানওয়ারের বাড়ি হানা দিয়ে আয়কর দফতর টাকা ও সামগ্রী মিলিয়ে উদ্ধার করল প্রায় ১৩০ কোটি৷  এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হযেছিল৷ তবে এবার অভিযান চালিয়ে উদ্ধার হল নজিরবিহীন অর্থমূল্যের সামগ্রী ও টাকা৷ যদিও পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন অভিযুক্ত বিধায়ক৷

ছাতারপুরের আপ বিধায়ক সম্প্রতি বিরাট একটি ফার্ম হাউস কেনেন৷ এবং তা কেনা হয় নগদ টাকায়৷ রেজিস্ট্রেশন ও স্টাম্প বাবদ সরকারকে প্রদেয় টাকা তিনি দেননি৷ কর্তার ও তাঁর সহযোগীরা মিলেই এই ফার্ম হাউস কেনেন৷ এরপরই তাঁর সম্পত্তির সন্ধানে তল্লাশি চালায় আয়কর দফতর৷ মঙ্গলবার বিধায়কের বাড়ি হানা দিয়ে  টাকা ও অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় ১৩০ কোটির বেআইনি সম্পত্তি উদ্ধার করা হয়৷

Advertisement

যদিও তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন কর্তার সিং৷ আপ-এ যোগ দেওয়ার আগে তিনি বিজেপিতেই ছিলেন৷ তাই তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার আপকে অপদস্থ করতেই এই চক্রান্ত করেছে৷ আপাতত তাঁর ও তাঁর ভাইয়ের গহনা ও নগদ সমেত প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement