সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রকেটের গতিতেই এগোচ্ছে ভারতের স্যাটেলাইট লঞ্চিং প্রজেক্টগুলি৷ ২০১৫ সালের আগস্ট মাস থেকে ২০১৬’র আগস্ট পর্যন্ত ১০টি উপগ্রহ তৈরি করে ফেলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হবে ২০২০ সালে৷ সূর্যের হাল-হকিকত খতিয়ে দেখতে লঞ্চ করা হবে Aditya L1৷ এক বেসরকারি কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এই কথা জানালেন ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম আন্নাদুরাই৷
এর আগে চলতি বছরের মধ্যেই আরও চারটি উপগ্রহ তৈরির কাজ সেরে ফেলা হবে৷ সেপ্টেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে INSAT-3DR এবং SCATSAT-1৷ অক্টোবরে তৈরি হবে GSAT-18৷ আর নভেম্বর মাসে সম্পূর্ণ হওয়ার কথা ResourceSat-2A-এর৷ আগামী তিন বছরে এরকমই ৭০টি স্যাটেলাইট লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ইসরোর৷
তবে এখনও পর্যন্ত ইসরোর সবচেয়ে বড় প্রজেক্ট Aditya L1৷ যার মাধ্যমে সূর্যের অন্দরের খবর পাবেন ভারতীয় বিজ্ঞানীরা৷ এছাড়াও আন্নাদুরাই এদিন জানান, নতুন Chandrayan-II প্রজেক্ট তৈরি হবে সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে৷ এর জন্য রাশিয়ান স্পেস এজেন্সির কোনও সাহায্য নেওয়া হবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.