সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ঢাকায় যে জঙ্গি হামলা হল, তা কেবল নাশকতার একটা ঝলক৷ অনেক ভয়ানক অভিজ্ঞতা হওয়া এখনও বাকি আছে” এমন হুমকিই দিল জঙ্গি সংগঠন আইএসআইএস৷ বাংলাদেশে শরিয়ত আইন জারি করাই এখন এই জঙ্গি সংগঠনের প্রধান উদ্দেশ্য৷ আইএসের তরফে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশে শরিয়ত আইন জারি করার জন্য এই যুদ্ধ জারি থাকবে৷ এমন হামলা আরও চালানো হবে৷ ক্রমাগত এই হামলা চালানোর মাধ্যমে বাংলাদেশের মানুষ এবং সরকার আইএসের সামনে মাথানত করবে এবং দেশে শরিয়ত আইন জারি হবে৷’
প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্তোরাঁয় হামলা চালায় পাঁচ জঙ্গি৷ এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়৷ এই হামলার দায় স্বীকার করে আইএসের তরফে জানানো হয়েছে স্থানীয় জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছিল৷ যদিও বাংলাদেশ সরকার হামলার পিছনে আইএসের যুক্ত থাকার ঘটনাকে অস্বীকার করেছে৷
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে আইএসের তরফে এই জঙ্গি হানার দায় স্বীকার করা হয়৷ বাংলা এবং ইংরেজি ভাষায় এই ভিডিওটি প্রকাশ করে দায়েশ জঙ্গিদের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের বিরুদ্ধে সদ্য জেহাদ ঘোষণা করা হয়েছে৷ এই হামলা কেবল একটি ঝলক৷ এমন আরও আঘাত খুব শীঘ্রই বাংলাদেশের উপর নেমে আসবে৷”
গুলশানের জঙ্গি হামলায় আইএসের যোগ থাকার ঘটনাটিকে স্বীকার করে নিচ্ছে না বাংলাদেশ সরকার৷ তবুও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোড়ালো করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা দেশের সব অভিজাত হোটেল এবং রেস্তোরাঁগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.