সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আইএস জঙ্গিদের হত্যালীলা জারি রয়েছে৷ মাত্র কয়েকদিন আগেই ফ্রান্সের এক গির্জায় এক পাদরিকে কুপিয়ে মারার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গিরা৷ এবার সিরিয়াতেই ২৪ ঘণ্টায় ২৪ জন নাগরিককে নৃশংসভাবে হত্যা করল তারা৷
জানা গিয়েছে, উত্তর সিরিয়ার একটি গ্রাম দখল নেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে৷ ওই গ্রামটি মার্কিন সেনাদের দখলে ছিল৷ আর তাই সেই গ্রাম নিজেদের দখলে আনতেই বৃহস্পতিবার সুইসাইড বোম্বার এবং গাড়ি বোমা নিয়ে ওই গ্রামে আক্রমণ চালায় জঙ্গিরা৷ সিরিয়ার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ২৪ জন সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা৷ এই হত্যালীলা জারি থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাঁদের তরফে৷
গত পাঁচ বছরে এই জঙ্গিরা প্রায় ২ লক্ষ ৮০ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে বলে সরকারি সূত্রে খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.