সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম প্রতিষ্ঠার নামে যে সন্ত্রাস দিনের পর দিন চালাচ্ছে আইস জঙ্গিরা, সারা বিশ্ব জুড়ে তার নিন্দা চলছে৷ বাংলাদেশের রোস্তোরাঁয় আক্রমণের পর থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা সমালোচনা করছেন আইসিসের৷ জানাচ্ছেন, আইএস ইসলামের ক্ষতিই করছে৷ এবার আইএসকে জাহান্নমের কুকুর ও বিশ্বের সবথেকে বড় শত্রু বলে চিহ্নিত করলেন মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি৷
অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সংগঠনের নেতা আসাদউদ্দিন কড়া ভাষায় সমালোচনা করেছেন আইএসের৷ তাঁর মত, ‘আইসিস শুধু মুসলিমদের নয়, মানবতার শত্রু৷ ইসলাম ধর্মের সঙ্গে এদের কোনও যোগ নেই৷’ আইএস-দের কর্মকাণ্ডে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে তাঁর বক্তব্য, ‘এরা মদিনাতেও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে৷ অপরাধী ছাড়া এরা আর কিছুই নয়৷’
প্রসঙ্গত, বাংলাদেশে আইএস হামলার পর ইসলামের নামে সন্ত্রাসের প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা ইরফান খানও৷ একজন মুসলমানের অন্যায়ে সারা দুনিয়ার মুসলিমের বদনাম হয় জানিয়ে তাঁর প্রশ্ন ছিল, এরপরও কি মুসলিমরা চুপ করে থাকবে? খানিকটা যেন সে প্রশ্নের উত্তরের ঢঙেই এদিন আইএস প্রধান আবু বকর বাগদাদিকে উদ্দেশ্য করে আসাদউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেদিন মুসলিমরা তাঁর স্বরূপ চিনতে পারবে সেদিনই শত টুকরো করে কেটে ফেলবে৷ ইসলাম প্রতিষ্ঠার জন্য আইএস সন্ত্রাসের আশ্রয় নিয়েছে৷ পাল্টা ডাকে আসাদউদ্দিন মুসলিম তরুণদের বলেছেন, ‘ইসলামের জন্য মৃত্যু নয়, বরং বেঁচে থাকো৷’ মদিনায় আক্রমণ-সহ আইএস জঙ্গিদের কার্যকলাপকে সকল ভারতীয় মুসলমানের তরফে তীব্র ধিক্কার জানালেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.