Advertisement
Advertisement

জার্মান ট্রেনে হামলার দায় স্বীকার করল আইএস

হামলায় আহত ১২ জন৷

ISIS Claims Responsibility for Ax Attack on German Train
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 3:42 pm
  • Updated:July 19, 2016 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানির আঞ্চলিক ট্রেনে ১৭ বছরের এক আফগান যুবকের ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আমাক নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই যুবক নিহত হয়েছে৷ জঙ্গিরা দাবি করেছে, ওই যুবক একজন ইসলামিক স্টেট ‘যোদ্ধা’৷

দক্ষিণ জার্মানিতে রেলযাত্রীদের উপর আক্রমণ চালিয়ে ১৭ বছরের ওইআফগান শরণার্থী কুঠার ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে ১২ যাত্রীকে৷ বাধ্য হয়ে হামলাকারীকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে৷ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আফগান যুবকের হামলার ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের দেশগুলিতে৷ জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী জোয়াচিম হারমান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ গত কয়েক বছরে আফগানিস্তান, সিরিয়া থেকে আগত কয়েক হাজার শরণার্থীকে দেশে আশ্রয় দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল৷

Advertisement

তদন্তে নেমে জার্মান পুলিশ জানিয়েছিল, নিহত আফগান টিনএজারের কাছ থেকে হাতে আঁকা আইএস জঙ্গিদের পতাকা পাওয়া গিয়েছে৷ প্রশাসন মনে করছে, জঙ্গি আদর্শে দীক্ষিত হলেও ওই যুবকের সঙ্গে জঙ্গিদের সরাসরি কোনও সম্পর্ক ছিল না৷ গত শুক্রবার ফ্রান্সের নিস শহরে হামলা চালিয়ে জঙ্গিরা ৮৪ জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে৷ তারপর ফের সোমবার রাতে জার্মানির ট্রেনে ‘লোন উল্ফ অ্যাটাক’ কায়দায় হামলা ভাবিয়ে তুলেছে পুলিশ-প্রশাসনকে৷ জানা গিয়েছে, ওই যুবক গতবছর আফগানিস্তান থেকে জার্মানিতে এসেছিল চিকিৎসার জন্য৷ সোমবারের হামলায় ১২ জন আহত হয়েছেন৷ পুলিশ জানা চেষ্টা করছে, এই হামলার পিছনে ওই যুবকের কী উদ্দেশ্য ছিল? সে কি আইএস জঙ্গি? নাকি অনলাইনে জঙ্গিদের প্রচারে আকৃষ্ট হয়ে এই হামলা! উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷ এই ঘটনার পর জার্মানি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement