Advertisement
Advertisement

Breaking News

অপরাধ এক জায়গায়, বদনাম দুনিয়ার সব মুসলিম: ইরফান

বাংলাদেশে জঙ্গি হানার নিন্দা করে তাঁর বক্তব্য, অপরাধ এক জায়গায় হয়, কিন্তু তার দায় বর্তায় দুনিয়া জুড়ে থাকা সেই ধর্মের সকল মানুষের উপর৷

Irrfan Khan shares his view on Dhaka Attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 4:21 pm
  • Updated:July 3, 2016 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসকে এবার সমালোচনার কাঠগড়ায় তুললেন অভিনেতা ইরফান খান৷ বাংলাদেশে জঙ্গি হানার নিন্দা করে তাঁর বক্তব্য, অপরাধ এক জায়গায় হয়, কিন্তু তার দায় বর্তায় দুনিয়া জুড়ে থাকা সেই ধর্মের সকল মানুষের উপর৷ তাঁর প্রশ্ন, এরপরেও কি মুসলমানরা চুপ করে বসে থাকবেন?

এর আগেও ইসলাম ধর্ম নিয়ে মুখ খুলেছিলেন ইরফান৷ রমজান মাসের নানা রীতি-নীতি নিয়ে তাঁর মন্তব্য ছিল, এসব প্রথা মুসলমানরা না জেনেই পালন করে থাকেন৷ সে নিয়ে বিস্তর সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে৷ কিন্তু এবার আরও গভীর প্রশ্ন তুললেন তিনি৷ বাংলাদেশে জঙ্গি হানার প্রেক্ষিতে করা সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে এ প্রসঙ্গ টেনে এনেছেন তিনি৷ ইরফানের বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি শুনে আসছেন যে, রমজানের সময় যদি প্রতিবেশী উপবাসে থাকে তবে তাঁর মুখে খাবার তুলে দিয়ে তবেই যেন কেউ খায়৷ যে ইসলাম ধর্মের বুনিয়াদই মানবতা, সেই ধর্মাবলম্বী মানুষ হত্যালীলায় মেতে ওঠে কী করে! তাঁর মত, অপরাধ এক জায়গায় হয়, কিন্তু বদনামের ভাগীদার হতে হয় সারা দুনিয়া জুড়ে থাকা ইসলাম ধর্মালম্বী মানুষের৷ তাঁর প্রশ্ন, এরপরেও কি মুসলমানরা চুপ করে বসে থাকবে? এই বদনামকে প্রশ্রয় দেবে? তাঁর অভিমত, সকল মুলমানের উচিত ইসলামের সঠিক মানে বাকিদের বোঝানো৷ সন্ত্রাস করা যে ইসলাম ধর্ম নয়, তা যেন মুসলমানরাই বাকিদের জানিয়ে দেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement