Advertisement
Advertisement

১৬ বছরের অনশনে আজ ইতি শর্মিলার

অনশন ভাঙার পরে কোথায় থাকবেন শর্মিলা?

Irom Chanu Sharmila To End Fast On Tuesday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 9:56 am
  • Updated:August 9, 2016 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা শুরু হয়েছিল দেড় দশকেরও বেশি সময় আগে৷ কারণটা এখনও মিটে যায়নি৷ তবে আন্দোলনের ধরনে কিঞ্চিৎ বদল আসছে তাঁর৷ ইরম শর্মিলা চানু৷ মণিপুরের অগ্নিকন্যা৷ আফস্পা প্রত্যাহারের দাবিতে যিনি গত ষোলো বছর মুখে একটি দানাও তোলেননি৷ মঙ্গলবার ইম্ফলের হাসপাতালেই অনশনে ইতি টানছেন শর্মিলা৷
আফস্পা৷ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য, জম্মু-কাশ্মীর এবং সিকিম৷ এই নয় রাজ্যে আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সেনাবাহিনীকে দেওয়া বিশেষ অধিকার৷ যে অধিকারবলে, আইন নিজের হাতে তুলে নিতে পারে সেনা, যে কোনও রূপে ব্যবহার করতে পারে তা৷ বহু ক্ষেত্রে তা ব্যবহারের বদলে অপব্যবহারই হয়, এমনই অভিযোগ৷ ‘সেভেন সিস্টার্স’-এর বিভিন্ন রাজ্যে এই আফস্পায় বলীয়ান সেনা বহু মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷
২০০০ সালের ২ নভেম্বরে ইম্ফলের কাছে মালোম উপত্যকায় বাস স্টপে দাঁড়িয়ে থাকা দশ জনকে এলোপাথাড়ি গুলি ছুড়ে হত্যা করা হয়৷ অসম রাইফেলসের সেনারাই এই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ৷ তারই প্রতিবাদে অনশন শুরু করেন ইরম শর্মিলা৷ মাঝে একাধিকবার পুলিশ ও আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও অনশনের পণ থেকে সরানো যায়নি তাঁকে৷ বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করে রাইলস টিউবের সাহায্যে তাঁর শরীরে খাদ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন৷
ষোলো বছর চলেছে সেই নীরব লড়াই৷ তবে এখনও প্রত্যাহৃত হয়নি আফস্পা৷ শেষ পর্যন্ত গত মাসে শর্মিলা জানান অনশন ভেঙে ভিন্ন পথে আন্দোলন শুরু করবেন তিনি৷ ভোটে দাঁড়িয়ে সাংবিধানিক পথেই আনতে চান বদল৷ হতে চান সংসারী৷ মঙ্গলবার ভোরে সেই বদলের সাক্ষী হবে মণিপুর৷ সাক্ষী হবে ভারত৷ লড়াইয়ের পথ বদলের সাক্ষী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement