Advertisement
Advertisement

Breaking News

প্রচ্ছদের জনপ্রিয়তায় নায়িকাদেরও টক্কর রামদেবের!

য়ক-নায়িকার দুনিয়ায় থাবা বসাতে বোধহয় উদ্যোগী হয়েছেন বাবা স্বয়ং৷

internet can get over by trolling ramdev
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 6:59 pm
  • Updated:July 17, 2016 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাগাজিন ফটোশুটের দুনিয়া একচেটিয়া ছিল নায়ক-নায়িকাদের দখলে৷ তবে এবার সে সাম্রাজ্যেরও দখলদারি নিতে বোধহয় চলে এলেন বাবা রামদেব৷ সম্প্রতি এক বিখ্যাত সর্বভারতীয় ম্যাগাজিনের প্রচ্ছদে এসে তিনি নেটদুনিয়ায় যে শোরগোল ফেলেছেন, তা যে কোনও নায়ক-নায়িকার কাছেই সম্ভবত ঈর্ষণীয়৷

ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি-র দুনিয়ায় প্রায় রকেটের মতো উত্থান হয়েছে রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’র৷ বিশেষত হাল বিজেপি সরকারের আমলে সে উত্থান যেন হয়েছে রকেট গতিতে৷ তাবড় এমএনসি-রা এখন সমঝেই চলছে পতঞ্জলিকে৷ এমনকি পতঞ্জলির চ্যালেঞ্জ সামলাতে ভেষজ প্রোডাক্টের দিকে ঝুঁকছে অনেক কোম্পানি৷ মুনাফার দিক থেকেও অর্থনীতিবিদদের চমকে দিয়ে দেশের প্রথম সারির কোম্পানি হয়ে উঠেছে এটি৷ যোগগুরু থেকে সফল ব্যবসায়ী হওয়ার রহস্য খুঁজতে একাধিক পত্রিকা তাঁকে প্রচ্ছদের বিষয় হিসেবে মনোনীত করেছে৷ সর্বভারতীয় এই ম্যাগাজিনটিও তাই করেছে৷ তবে সবথেকে সাড়া ফেলেছে ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিটি৷ নেটদুনিয়ায় এ নিয়ে চলছে সমানে মশকরা৷

Advertisement

নেটদুনিয়ার ট্রেণ্ডই হচ্ছে কোনও একটি বিষয়কে সামনে টেনে আনা৷ রামদেবের ক্ষেত্রেও তাই হয়েছে৷ তবে যত মশকরা হচ্ছে, নেটদুনিয়ার পরিভাষায় যাকে ট্রোল বলা হয়, আখেরে তত লাভ হচ্ছে রামদেবেরই৷ একটি প্রচ্ছদের দৌলতে যে পাবলিসিটি তিনি পাচ্ছেন তার জুড়ি মেলা ভার৷ কখনও ফোল্ডিং চেয়ারের সঙ্গে তো কখনও ওলিম্পিকের হাইজাম্পের সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁর এই ব্যায়ামের বিশেষ মুদ্রাটিকে৷ বাবা রামদেব এমনিতে নানা বিষয় নিয়ে মুখ খোলেন৷ তবে এবার ‘স্পিকটি নট’৷ জনপ্রিয়তা যেভাবেই আসুক না কেন , প্রচার যেমনই হোক না কেন, তা যে আখেরে প্রফিটেবল এ কথা বুঝতে ভুল করেননি পাক্কা ব্যবসায়ী যোগগুরু৷ অন্যান্য ভোগ্যপণ্যের দুনিয়ায় থাবা বসিয়েছে তাঁর সংস্থা, এবার নায়ক-নায়িকার দুনিয়ায় থাবা বসাতে বোধহয় উদ্যোগী হয়েছেন বাবা স্বয়ং৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement