Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে প্রেম করার অভিযোগে বেত্রাঘাতের শাস্তি!

শরিয়ত আইন অনুযায়ী, প্রেম করা মানা৷ আর আইন না মানায় তাঁদের এই শাস্তি দেওয়া হল৷

Indonesia: Woman whipped on street before baying crowd for dating
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 5:39 pm
  • Updated:August 2, 2016 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধ বলতে ছিল একটাই৷ তিনি প্রেম করেছিলেন এবং ডেটে গিয়েছিলেন৷ আর শরিয়ত আইন অনুযায়ী তাঁর এই অপরাধের শাস্তি হওয়া উচিত৷ তাই জনসমক্ষে এক মহিলাকে বেত্রাঘাত করা হল ইন্দোনেশিয়ায়৷

ইন্দোনেশিয়ার বান্দা আচেহর আল ফুরকান মসজিদের সামনে প্রেমিক যুগলকে ধরে এনে বেত্রাঘাত করা হয় বলে খবর৷ সেখানকার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মসজিদের সামনে যুগলের অত্যাচারের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছিল বহু মানুষ৷

Advertisement

প্রথমে যুবতীকে এবং পরে যুবককে জনসমক্ষে বেত দিতে মারা হয়৷ শুধু তাই নয়, এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য সেখানে পুলিশরাও উপস্থিত ছিলেন৷ শরিয়ত আইন অনুযায়ী, প্রেম করা মানা৷ আর আইন না মানায় তাঁদের এই শাস্তি দেওয়া হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement