Advertisement
Advertisement

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন স্টেশন রয়েছে এই রাজ্যে

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের তকমা পেল গুজরাতের রেল স্টেশনগুলি৷

India's CleanestRailway Stations Are In Gujarat, Bihar And UP Have dirtiest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 9:06 pm
  • Updated:July 28, 2016 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের তকমা পেল গুজরাতের রেল স্টেশনগুলি৷ আর অপরিচ্ছন্নতার শীর্ষে জায়গা দখল করল বিহার এবং উত্তরপ্রদেশ৷ এই দুই রাজ্যেই রেল স্টেশন সবচেয়ে বেশি নোংরা৷ সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয় রেলযাত্রীদের উপর৷ আর সেই সমীক্ষার ভিত্তিতেই উঠে এসেছে এই তথ্য৷

Commuters of CR have been fed up of dirty trains, seen here at CST . However, General Manager Subodh Jain raised the issue at high level meetings, and senior officials now say that the new contractor appointed for the job has promised a drastic change within the next 10 days (from December 8, 2011).Until last month, the Railways cleaned the trains. However, the contract of carrying out mechanised cleaning of rakes at CR’s Kurla, Sanpada and Kalwa carsheds has, for the first time, been given to BVG India, a private party who will be responsible for cleanliness. Ashish Raje,Mumbai Mirror 07 Dec2011

Advertisement

সম্প্রতি, রেলযাত্রী, ভেন্ডর এবং পোর্টারদের উপর একটি সমীক্ষা চালানো হয় ভারতীয় রেলের পক্ষ থেকে৷ প্রায় ১ লক্ষ ৩০ হাজার যাত্রী এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন৷ রেল স্টেশনগুলির পরিচ্ছন্নতা সংক্রান্ত ৪০টি বিষয়ের উপর তাঁদের প্রশ্ন করা হয়৷ আর তাঁদের উত্তরের ভিত্তিতেই এই ফলাফল জানা গিয়েছে৷ পরিচ্ছন্নতা সংক্রান্ত ৪০টি বিষয়ের মধ্যে যথাযথ স্থানে গারবেজ বক্স রয়েছে কিনা, সঠিক সময়ে প্ল্যাটফর্ম ফ্লোর পরিষ্কার হয় কিনা, রেলের টয়লেটগুলির পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা হয়৷

surat-railway-station_1469617186

আর এই প্রশ্নের উত্তরেই পরিচ্ছন্নতার শীর্ষে জায়গা করে নিয়েছে গুজরাতের রেল স্টেশনগুলি৷ ৪০৭ টি স্টেশনের উপর সমীক্ষা চালিয়ে বেছে নেওয়া হয়েছে প্রথম ১০ টি পরিচ্ছন্ন রেল স্টেশন৷ আর এই প্রথম ১০ স্টেশনের মধ্যে প্রথম পাঁচটি পরিচ্ছন্ন স্টেশনই গুজরাতে অবস্থিত৷ গান্ধীধাম, জামনগর, সুরাত, রাজকোট, আঙ্কলেশ্বর – এই পাঁচ স্টেশন রয়েছে গুজরাতেই৷

আর সবচেয়ে অপরিচ্ছন্ন স্টেশনের তালিকায় রয়েছে মধুবনী, বালিয়া, বখতিয়ারপুর, অনুগ্রাহ নারায়ণ, সগৌলি, আরা স্টেশনগুলি৷ বেশ কিছু অপরিচ্ছন্ন স্টেশনে নোংরা বমি পর্যন্ত দেখা গিয়েছে৷

রেল দফতরের তরফ থেকে এই স্টেশনগুলি পরিস্কার করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement