সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের তকমা পেল গুজরাতের রেল স্টেশনগুলি৷ আর অপরিচ্ছন্নতার শীর্ষে জায়গা দখল করল বিহার এবং উত্তরপ্রদেশ৷ এই দুই রাজ্যেই রেল স্টেশন সবচেয়ে বেশি নোংরা৷ সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয় রেলযাত্রীদের উপর৷ আর সেই সমীক্ষার ভিত্তিতেই উঠে এসেছে এই তথ্য৷
সম্প্রতি, রেলযাত্রী, ভেন্ডর এবং পোর্টারদের উপর একটি সমীক্ষা চালানো হয় ভারতীয় রেলের পক্ষ থেকে৷ প্রায় ১ লক্ষ ৩০ হাজার যাত্রী এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন৷ রেল স্টেশনগুলির পরিচ্ছন্নতা সংক্রান্ত ৪০টি বিষয়ের উপর তাঁদের প্রশ্ন করা হয়৷ আর তাঁদের উত্তরের ভিত্তিতেই এই ফলাফল জানা গিয়েছে৷ পরিচ্ছন্নতা সংক্রান্ত ৪০টি বিষয়ের মধ্যে যথাযথ স্থানে গারবেজ বক্স রয়েছে কিনা, সঠিক সময়ে প্ল্যাটফর্ম ফ্লোর পরিষ্কার হয় কিনা, রেলের টয়লেটগুলির পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা হয়৷
আর এই প্রশ্নের উত্তরেই পরিচ্ছন্নতার শীর্ষে জায়গা করে নিয়েছে গুজরাতের রেল স্টেশনগুলি৷ ৪০৭ টি স্টেশনের উপর সমীক্ষা চালিয়ে বেছে নেওয়া হয়েছে প্রথম ১০ টি পরিচ্ছন্ন রেল স্টেশন৷ আর এই প্রথম ১০ স্টেশনের মধ্যে প্রথম পাঁচটি পরিচ্ছন্ন স্টেশনই গুজরাতে অবস্থিত৷ গান্ধীধাম, জামনগর, সুরাত, রাজকোট, আঙ্কলেশ্বর – এই পাঁচ স্টেশন রয়েছে গুজরাতেই৷
আর সবচেয়ে অপরিচ্ছন্ন স্টেশনের তালিকায় রয়েছে মধুবনী, বালিয়া, বখতিয়ারপুর, অনুগ্রাহ নারায়ণ, সগৌলি, আরা স্টেশনগুলি৷ বেশ কিছু অপরিচ্ছন্ন স্টেশনে নোংরা বমি পর্যন্ত দেখা গিয়েছে৷
রেল দফতরের তরফ থেকে এই স্টেশনগুলি পরিস্কার করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.