Advertisement
Advertisement

জিহাদ নয়, যৌনদাসীর লোভে আইএস-এ যোগ ভারতীয় যুবকের

শুধুমাত্র নিজের মতো করে যৌনদাসী পাওয়ার লোভে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ছে যুবপ্রজন্ম৷

Indian youth joined ISIS to get sex slaves
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 9, 2016 1:05 pm
  • Updated:October 9, 2016 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিহাদ কী, ঠিক মতো জানা নেই, জিহাদের জন্য ‘যুদ্ধ’ করার তাগিদও তেমন নেই৷ তা সত্ত্বেও আইএসআইএস-এ যোগ দিতে আগ্রহী একাধিক ভারতীয়৷ কেন? তাদের চাহিদা একটাই৷ যৌনদাসী৷ শুধুমাত্র নিজের মতো করে যৌনদাসী পাওয়ার লোভে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ছে যুবপ্রজন্ম৷

গোটা দুনিয়ায় সন্ত্রাস ছড়িয়ে দিয়ে বিশ্বকে নিজেদের করায়ত্তে আনাই ইসলামিক স্টেটের মূল লক্ষ্য৷ আর সেই লক্ষ্যপূরণের জন্য যুবপ্রজন্মকেই দলে টানতে আগ্রহী তারা৷ যৌনদাসীর লোভ দেখিয়ে জঙ্গিগোষ্ঠীতে যুবকদের নাম লেখায় তারা৷ এবং অত্যন্ত সহজে নিজেদের মূল লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যায়৷ ভারতীয় গোয়েন্দাসংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্রের পারভানি জেলা থেকে এই যুবক আইএস-এ যোগ দিয়েছে বলে সন্দেহ করা হয়েছিল৷ ওই রাজ্যের সন্ত্রাসদমন শাখা তিন মাস ধরে তল্লাশি চালিয়ে গত জুলাইয়ে ৩১ বছরের নাসেরকে আইএস-এ যোগ দেওয়ার সন্দেহে পারভানি থেকে গ্রেফতার করেছিল৷ নাসেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, যৌনকর্মীদের সঙ্গে চ্যাট করার জন্য অনলাইনে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত সে৷ যে ব্যক্তি আইএস-এর সঙ্গে সরাসরি যুক্ত৷ নাসের অন্য নাম দিয়ে বেশ কয়েকটি ই-মেল আইডি তৈরি করে ওই ব্যক্তির কাছ থেকে যৌনদাসীদের বিস্তারিত বর্ণনা চাইত৷

Advertisement

সন্ত্রাসদমন শাখার এক আধিকারিক জানাচ্ছেন, “এভাবেই যুবকদের ভাল-মন্দের উপর অনলাইনে নজর রাখে আইএস-এর চররা৷ কারও ধর্ম সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকলে তাকে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য উসকানো হয়৷ আর এভাবেই আইএস-এর বিস্তৃতি ঘটছে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement