Advertisement
Advertisement

২৯ যাত্রী-সহ উধাও বায়ুসেনার বিমান

পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

Indian Air Force plane with 29 on board goes missing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 3:47 pm
  • Updated:July 22, 2016 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল ২৯ জন যাত্রী-সহ ভারতীয় বায়ুসেনার একটি বিমান৷

শুক্রবার সকাল ৮.৪৫ মিনিটে বায়ুসেনার এ এন ৩২ বিমানটি চেন্নাইয়ের তাম্বারাম থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়৷ পোর্ট ব্লেয়ারে অবতরণ করার কথা বেলা সাড়ে ১১টায়৷ বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই রেডার থেকে বিমানটি উধাও হয়ে যায়৷ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷

Advertisement

নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও বায়ুসেনা নিখোঁজ বিমানটির তল্লাশি অভিযানে নেমে পড়েছে৷ উদ্ধারকার্যে নামানো হয়েছে একটি পি ৮১ বিমান, একটি ডনিয়ার এয়ারক্রাফট ও চারটি জাহাজ৷ সেনা সূত্রে খবর, নতুন করে জ্বালানি না ভরে একটানা ৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারবে বিমানটি৷ পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জানিয়েছেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement