Advertisement
Advertisement

Breaking News

এনপিটি-তে স্বাক্ষর করবে না ভারত, স্পষ্ট জানালেন সুষমা

চিন কাঁটা উপড়ে এনএসজি-তে ঢুকবেই ভারত, ইঙ্গিত বিদেশমন্ত্রীর৷

India will never sign the nuclear Non-Proliferation Treaty (NPT), External Affairs Minister Sushma Swaraj declared in the Lok Sabha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 3:42 pm
  • Updated:July 20, 2016 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতেও ভারত পরমাণু প্রসার রোধ (এনপিটি) চুক্তিতে সই করবে না বলে বুধবার লোকসভায় সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি আরও জানিয়েছেন, সিওলের প্লেনারিতে আন্তর্জাতিক পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ না পেলেও হাল ছাড়ছে না ভারত৷ বেজিংয়ের সঙ্গে আলোচনার টেবিলে বসে এনএসজি জট কাটাতে তৎপর সাউথ ব্লক৷

এলিট এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি চায় না চিন। তাদের দাবি, ভারত পরমাণু প্রসার রোধ চুক্তিতে সই করেনি। তাই ভারতকে সদস্য করলে এনপিটি-তে সই না করা পাকিস্তানকেও জায়গা দিতে হবে এনএসজি-তে। ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চিনের অনড় অবস্থান সত্ত্বেও এখনই হাল ছাড়তে নারাজ বিদেশমন্ত্রী৷ সুষমা আজ বলেন, কেউ একবার কোনও কাজে বাধা দিলে সে বারবার বাধা দেবে এমনটা ভাবার কোনও কারণ নেই৷ চিনের সঙ্গে এনএসজি ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে ভারত৷ আজ সংসদে এনএসজি ইস্যুতে বিরোধীরা ভারতের অবস্থান জানতে চাইলে একথা বলেন সুষমা৷ একইসঙ্গে সুষমা একথাও জানিয়েছেন, সিওল প্লেনারিতে ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ঢোকার আন্তরিক চেষ্টা করেছিল৷ ‘হাইপ’ তৈরি করেনি বা অযথা আগ্রহ দেখায়নি৷ সমস্ত নিয়ম মেনেই আবেদন জানানো হয়েছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement