Advertisement
Advertisement

Breaking News

ঈদের খুশিতে ভারত-পাক সেনাদের মিষ্টি বিনিময়

ওয়াঘা সীমান্তে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করলেন ভারত ও পাক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷

India, Pakistan border guards exchange sweets at border on the occasion of Eid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 1:40 pm
  • Updated:July 6, 2016 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের প্রতিরক্ষার দায়িত্ব তাঁদের কাঁধে৷ রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনে তাঁদেরও জড়িয়ে পড়তে হয় বৈরিতার সম্পর্কে৷ কিন্তু ঈদের খুশি যেন সব বন্ধন দূর করে দিল৷ ওয়াঘা সীমান্তে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করলেন ভারত ও পাক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷

সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে এই মিষ্টি বিনিময় দীর্ঘদিনের প্রথা৷ তবে মাঝে মধ্যেই তাতে মাথাচাড়া দিয়ে উঠেছে কাঁটাতারের রাজনীতি৷ আর তাই কখনও সখনও এক পক্ষ অস্বীকার করেছে অন্যের শুভেচ্ছাকে৷ রাজনৈতিক বাধ্যবাধকতা সত্ত্বেও দুই দেশের সৌহার্দের প্রতীক হিসেবে তবু এই প্রথা পালন করেন সেনারা৷ শুধু ঈদ নয়, স্বাধীনতা দিবস ও দেওয়ালি উপলক্ষেও হয় এই আদান-প্রদান৷ মাঝেমধ্যে তা থমকে গেলেও এবার থামল না৷ পবিত্র ঈদ উপলক্ষে হল মিষ্টি বিনিময়৷

Advertisement

সম্প্রতি ভারতের এনএসজি-তে প্রবেশের ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান৷ চিনের সমর্থন পেয়ে ভারত যাতে এলিট পরমাণু ক্লাবে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছিল পাক প্রশাসন৷ রাজনীতির এই প্যাঁচ সত্ত্বেও ঈদ উপলক্ষে খুশির হাওয়া বইল ওয়াঘা-আটারি সীমান্তে৷ সম্প্রীতির এ ছবি চিরস্থায়ী হোক, রাজনীতির উর্ধ্বে উঠে দুদেশের মানুষের কাম্য এটাই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement