Advertisement
Advertisement

৩-০ হল না, এক নম্বর থেকে নেমে গেলেন বিরাটরা

বিরাটরা যদি ৩-০ জিততেন, তাহলে শীর্ষে থাকতে পারতেন৷

India loses top rank despite series win against WI, Pak goes to top slot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 2:11 pm
  • Updated:August 23, 2016 9:05 pm  

স্টাফ রিপোর্টার: কে জানে বিরাট কোহলির হয়তো বেঙ্গালুরুর কথা মনে পড়ে যাচ্ছিল! গতবছর দক্ষিণ আফ্রিকার বিরু‌দ্ধে টেস্টে প্রথম দিন খেলা হওয়ার পর আর মাঠে বল পড়েনি৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টেও তাই৷ বেঙ্গালুরুতে না হয় টানা বৃষ্টি হয়েছিল৷ এখানে মাত্র ২২ ওভার খেলা হল৷ টেস্টে এমন ছবি ভাবা যায় না৷ প্রশ্ন উঠছে, পোর্ট অফ স্পেনের পরিকাঠামো নিয়েই৷ অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন, রোদ ওঠা সত্ত্বেও ম্যাচ শুরু করা গেল না কেন!  পঞ্চম দিনও খেলা বাতিল করে দেওয়া হল৷ আর ভারতও টেস্টে একনম্বর জায়গায় থাকতে পারল না৷ বিরাটরা যদি ৩-০ জিততেন, তাহলে শীর্ষে থাকতে পারতেন৷

India-test-2_web

Advertisement

যদিও সে’সব নিয়ে মনে হল না ভারতীয় শিবিরে খুব একটা হাহুতাশ রয়েছে৷ ট্রফি হাতে বিরাটের হাসিমুখ বলে দিচ্ছিল কতটা তৃপ্ত তিনি৷ বিদেশের মাটিতে সিরিজ জয়৷ বিরাট বলে দিচ্ছেন, এই ফর্ম সামনের সিরিজগুলোতেও ধরে রাখতে হবে৷ “দারুণ সফর গেল ৷ বেশ কয়েকটা জায়গায় উন্নতির দরকার ছিল, সেটা করতে পেরেছি৷ আমার কাছে এই সিরিজে সবচেয়ে ইতিবাচক দিক ঋদ্ধিমান লোয়ার অর্ডারে রান করছে৷ অশ্বিন ছয় নম্বরে নেমেও মানিয়ে নিয়েছে৷ ঋদ্ধি, অশ্বিন এই সিরিজের সেরা প্রাপ্তি৷ একটা জিনিস লক্ষ করে দেখবেন, যে টিম টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে, তাদের লোয়ার অর্ডার কণ্ট্রিবিউট করে৷ এই জায়গায়  আমরা বেশ শক্তিশালী৷” বক্তব্য কোহলির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement