Advertisement
Advertisement

৬টি রিফুয়েলিং এয়ারক্রাফট কিনবে ভারত

যুদ্ধ বাঁধলে মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরতে...

India is now planning a direct strategic purchase of six flight refuelling aircraft or tankers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 4:51 pm
  • Updated:July 31, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বোমারু বিমান, যুদ্ধবিমান ও নজরদারির কাজে ব্যবহৃত বিমানকে আকাশে দীর্ঘক্ষণ উড়তে সাহায্য করবে এমন ছয়টি রিফুয়েলিং এয়ারক্রাফট কিনবে ভারত৷ এগুলি মূলত ট্যাঙ্কারের কাজ করবে৷ মাঝ-আকাশে যুদ্ধবিমানগুলিতে জ্বালানি ভরা যাবে এই রিফুয়েলিং এয়ারক্রাফট বা ট্যাঙ্কার থেকে৷ গত এক দশক ধরে গ্লোবাল টেন্ডার ডেকেও চড়া দামের জন্য ওই বিমানগুলি কিনতে পারছিল না ভারত৷

২০০৬ সালে বায়ুসেনা নতুন ছ’টি ট্যাঙ্কার কেনার আবেদন জানায় প্রতিরক্ষা মন্ত্রককে৷ ২০০৩-০৪ সালে ছ’টি ইলিউশন-৭৮ মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট কিনেছিল ভারত৷ পাকিস্তানের জন্য আগ্রাতে ওই ছ’টি ট্যাঙ্কার মোতায়েন রাখা হয়েছিল৷ নতুন ট্যাঙ্কারগুলি চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে রাজ্যের পানাগড়ে মোতায়েন রাখার কথা ছিল৷ কিন্তু দামের জন্য সেই পরিকল্পনা বাতিল করতে হয় প্রতিরক্ষা মন্ত্রককে৷ এখন ফের চিনা আগ্রাসন মাথাচাড়া দিয়ে ওঠায় নতুন করে রিফুয়েলিং এয়ারক্রাফট কেনার কথা ভাবতে শুরু করেছে মন্ত্রক৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement