Advertisement
Advertisement

সিন্ধুর হায়দরাবাদেই ৫০০০ টাকায় বিক্রি হল শিশুকন্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হায়দরাবাদি কন্যার জোরেই আজ বিশ্বে মাথা তুলেছে ভারতীয় নারীশক্তি৷ ওলিম্পিকের আসরে রূপোজয়ী সেই পুসরলা সিন্ধুর শহরেই দারিদ্রের জ্বালায় চার বছরের শিশুকন্যাকে বিক্রি করে দিলেন এক মা-বাবা৷আরও পড়ুন:ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে জামতাড়া গ্যাং? আগে থেকেই ঘুঁটি সাজিয়ে সরকারি টাকা হাতাচ্ছে ‘হ্যাকার’রাবিয়ের মঙ্গলচিহ্ন শুধু নয়, শাঁখা-পলা হাল ফ্যাশনের নয়া স্টেটমেন্ট Advertisement দেশে নারীদের নিয়ে […]

In Hyderabad four Month old infant sold just for rs 5000
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 8:09 pm
  • Updated:August 20, 2016 8:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হায়দরাবাদি কন্যার জোরেই আজ বিশ্বে মাথা তুলেছে ভারতীয় নারীশক্তি৷ ওলিম্পিকের আসরে রূপোজয়ী সেই পুসরলা সিন্ধুর শহরেই দারিদ্রের জ্বালায় চার বছরের শিশুকন্যাকে বিক্রি করে দিলেন এক মা-বাবা৷

দেশে নারীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই হইচই হোক না কেন, দেশের প্রকৃত অবস্থা যেন তুলে ধরল এই ঘটনা৷ পুলিশ সূত্রে খবর, খাম্মাম জেলার মানাগুরুতে পরমেশ্বর ও শান্তা নামে এক দরিদ্র দম্পতি তাঁদের চার মাসের কন্যাসন্তানটিকে বিক্রি করে দেন৷ দিন বারো আগে আন্নি নামে বাচ্চাটিকে কিনে নেন রামবাবু ও লাবণ্য নামে আর এক দম্পতি৷ তাঁদের পুত্রসন্তান রয়েছে৷ শখ ছিল কন্যাসন্তানের৷ আর তাই এই মেয়েটিকে মাত্র ৫০০০ টাকার বিনিময়ে কিনে নেন তাঁরা৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা টিকাকরণ প্রক্রিয়া চলাকালীন দেখতে পান এই শিশুটিকে৷ ওই পরিবারে কোনও কন্যাসন্তান ছিল না৷ আচমকা চারমাসের সন্তানকে দেখে খটকা লাগে কর্মীদের৷ পরে খোঁজখবর নিয়ে মেয়েটির প্রকৃত মা-বাবার খোঁজ পায় নারী ও শিশুকল্যাণ দফতর৷ জানা যাচ্ছে, দারিদ্রের কারণেই নিজেদের কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছিলেন শান্তা৷ যদিও এখনও মেয়েকে বিক্রির টাকা তিনি হাতে পাননি৷ এর মধ্যেই শিশুটিকে উদ্ধার করা হয়৷ আপাতত ইউসুফগুড়ার এক শিশুবিহারে রাখা হয়েছে অান্নিকে৷  জুভেনাইল জাস্টিস অ্যাক্টে আন্নির প্রকৃত মা-বাবার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে৷ কিন্তু যে শহরের এক মেয়ে বিশ্বে ভারতীয় মেয়েদের সাফল্যের মুখপাত্র হয়ে উঠেছে সেখানেই দারিদ্রের জন্য কন্যাসন্তানের বিক্রি হওয়ার ঘটনায় বিস্ময় জেগেছে৷ নারীশক্তির এই উচ্ছ্বাসের ভিতর কন্যাসন্তান প্রতিরক্ষার দিকটি দেশে কতটা সুরক্ষিত,  সে প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে৷

Advertisement

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement