Advertisement
Advertisement

Breaking News

একই রিচার্জে ৬৭ শতাংশ পর্যন্ত ডেটা বাড়াল ভোডাফোন

ক্লিক করে জেনে নিন কোন প্ল্যানে কতটা বাড়তি নেট সার্ফিং করতে পারবেন৷

In competition with Airtel & Idea now Vodafone slashes Its Mobile Data Tariff By Up to 67%
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 4:55 pm
  • Updated:August 4, 2016 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে এয়ারটেল, অন্যদিকে রিলায়েন্স জিও, আইডিয়া৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াইয়ে মোবাইলের নেট প্যাকের পরিমান ৬৭ শতাংশ পর্যন্ত বাড়াল ভোডাফোন৷ ঢেলে সাজানো হল প্রি-পেড নেট প্যাকের পরিমান৷

৬৫০ টাকার 3G/4G রিচার্জে যেখানে আগে 3GB ডেটা দেওয়া হত, নতুন ব্যবস্থায় তা বেড়ে হয়েছে 5GB৷ ৪৪৯ টাকার স্কিমে তা 2GB থেকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 3GB৷ ৯৯৯ টাকার নেট প্যাকের পরিমান বেড়েছে ৫৪ শতাংশ৷ এখন এই ট্যারিফ ভরলে গ্রাহকরা পাবেন 10GB ডেটা৷

Advertisement

৩৯ টাকার নেট প্যাকটি ভরালে 160 ডেটার বদলে এখন তাঁরা পাবেন 225MB৷ আর একদিনের ১২ টাকার নেট প্যাকটিতে মিলবে 30MB নয় মিলবে 50MB পর্যন্ত নেট সার্ফিং-এর সুবিধা৷

ভোডাফোন ইন্ডিয়ার ডিরেক্টর-কমার্শিয়াল সন্দীপ কাটারিয়ার মতে, গ্রাহকদের কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে ডেটার পরিমান৷ তবে আপাতত এই সমস্ত সুবিধা চলতি মাসের জন্যই করা হয়েছে৷ সফল হলে ভবিষ্যতে এর স্থায়ীকরণও হতে পারে বলে অভিমত তাঁর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement