Advertisement
Advertisement

Breaking News

পুজোয় অটোর ভাড়া বৃদ্ধি, সমস্যায় যাত্রীরা

শুধু কলকাতা নয়, অটো চালকদের দৌরাত্ম্য জেলা ও শহরতলিগুলিতেও যথেষ্ট প্রকোট৷

Illegal fare hike in autorickshaw created fuss among passengers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 10, 2016 10:13 am
  • Updated:October 10, 2016 10:13 am  

স্টাফ রিপোর্টার: অটোর তাণ্ডব নিয়ন্ত্রণ করতে ইতিপূর্বেই ব্যবস্থা নিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ৷ কিন্তু পুলিশের নিয়মকে সামনে রেখেই এবার বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়িয়ে দিলেন অটো চালকরা৷ সপ্তমীর দিন থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রুটে অটো ভাড়া বৃদ্ধি করলেন চালকরা৷

তাও এই ভাড়া বৃদ্ধির পরিমাণ নির্দিষ্ট নয়৷ অটো চালকরা যে যেমন খুশি ভাড়া যাত্রীদের কাছ থেকে গুনে নিচ্ছেন৷ তাঁদের যুক্তি, পুজোর সময় অনেক জায়গায় পুলিশ কাটা রুট করেছে ফলে তাঁরা বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন৷ এছাড়া নিয়ম করা হয়েছে চার জনের বেশি অটোতে যাত্রী নেওয়া যাবে না৷ এই নিয়মকেও ভাড়া বেশি নেওয়ার একটি কারণ হিসাবে দেখাচ্ছেন অটো চালকরা৷ উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন রুটে পুজোর মরশুমে অটো ভাড়া মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা পর্যন্তও নেওয়া হচ্ছে৷ এতে যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়ছেন৷ কোথাও কোথাও অটো চালকদের সঙ্গে যাত্রীদের বচসাও পর্যন্ত বেধে যাচ্ছে৷

Advertisement

উল্লেখ্য, অটোর দৌরাত্ম্য নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে৷ রাজ্য প্রশাসন এমনকি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও অটো চালকদের কড়া বার্তা দেওয়া হয়েছে৷ সাধারণ যাত্রীদের যেন কোনওভাবেই হেনস্তা না করা হয় তার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রশাসন ও মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও যদি অটো চালকরা নিয়ম না মানেন তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এই অবস্থায়ে অটো চালকদের অনিয়মিত ভাড়া বৃদ্ধির জন্য প্রশাসন কোনও ব্যবস্থা নেয় কি না সেটাই এখন দেখার৷ কারণ অনিয়মিত অটোর ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন৷

শুধু কলকাতা নয়, অটো চালকদের দৌরাত্ম্য জেলা ও শহরতলিগুলিতেও যথেষ্ট প্রকোট৷ হাওড়া , হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো শহরতলিতেও অটো চালকরা যাত্রীদের কাছ থেকে খুশিমতো ভাড়া নিচ্ছেন বলেই জানা গিয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement