Advertisement
Advertisement

দায়িত্ব পেলে নোবেল খুঁজে দেব: মুখ্যমন্ত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান তিনি৷

If provided the responsibility, will find out the lost nobel: Mamata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 8:26 pm
  • Updated:June 22, 2022 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পারেন না এমন কোনও কাজ বোধহয় নেই৷ গত পাঁচ বছরে রাজ্যে উন্নয়নের মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ জননেত্রী, জনদরদি, আদরের দিদি বা অগ্নিকন্যা কত নামেই তো তাঁর পরিচিতি৷ কিন্তু এবার আরও বড় চ্যালেঞ্জ নিতে চান মুখ্যমন্ত্রী৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান তিনি৷

বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই সাফ জানিয়ে দিলেন, “দায়িত্ব দেওয়া হলে, রবীন্দ্রনাথের চুরি যাওয়া পদক খুঁজে বের করবই৷”

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। ওঁর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।”

বিশ্বভারতীর ‘লিপিকা’য় একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন তাঁকে বিশ্বভারতীর তরফে সংবর্ধনাও দেওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement