সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্সরের কাঁচির দৌরাত্ম্যে বলিপাড়ার পরিচালকরা অস্থির তো ছিলেনই, এবার বোধহয় পালা ছোটপর্দার পরিচালকদেরও৷ টেলিভিশনে সম্প্রচারিত বেশ কিছু অনুষ্ঠানের বিষয় ও মান নিয়ে অভিযোগ আসায় এবার ছোটপর্দার আলাদা সেন্সর তথা আলাদা নিয়ামক সংস্থার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷
ছোটপর্দার দর্শক যেহেতু পরিবারের সকলে, তাই বিষয়বস্তুর ক্ষেত্রে সচরাচর সাবধানী থাকেন পরিচালকরা৷ এমন কোনও বিষয় উপস্থাপিত হয় না যা সপরিবারে দেখার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়৷ তবে সময় বদলের সঙ্গে সঙ্গে কিছু কিছু অনুষ্ঠানের ধরন বদলেছে৷ পাল্টানো সময়ের রুচির সঙ্গে পাল্লা দিয়ে কোনও কোনও অনুষ্ঠান সাহসী বিষয় ও উপস্থাপনের দিকে ঝুঁকেছে৷ তবে তাতে আপত্তি অনেকেরই৷ আর তাই সকলে দেখতে পারে এরকম বিষয় নির্বাচনের ক্ষেত্রে টেলিভিশনের জন্য আলাদা সেন্সর বোর্ডের ভাবনা আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের৷ মন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্ট অনুযায়ী বেশ কিছু শো নৈতিকতা ও মূল্যবোধের সীমানা পেরচ্ছে৷ বিশেষ করে, প্রাইম টাইমের অনুষ্ঠান ও ক্রাইম শো গুলি৷ সত্য ঘটনা অবলম্বনে বলে যা দেখানো হয় সেগুলি নিয়ে বেশ চিন্তায় সম্প্রচার মন্ত্রক৷ তাই অনুষ্ঠানের বিষয় খতিয়ে দেখতে এই নিয়মক সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই এ ভাবনাকে সমর্থন জানিয়েছেন সিবিএফসি প্রধান পহেলাজ নিহলানি৷ টেলিভিশনের বিষয়েও যে কাটছাঁট প্রয়োজন এমনটাই মনে করেন তিনি৷ তবে এ পরিকল্পনায় অনেকেই সিঁদুরে মেঘ ধরছেন৷ ছবিকে সার্টিফিকেট দেওয়া কাজ হলেও সেন্সর বোর্ডের কাজকর্ম বলিউডি পরিচালকদের স্বাধীনতাতেই একরমক হস্তক্ষেপ করেছিল৷ সাম্প্রতিক ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কই তার নমুনা৷ ছোটপর্দাতেও সেরকম কোপ পড়তে পারে বলে ভয় করছেন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.