Advertisement
Advertisement

কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, সুরক্ষিত ২ পাইলট

কলাইকুন্ডায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল হক অ্যাডভান্সড জেট বিমান৷

IAF Hawk trainer jet crashes, pilots safe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 6:07 pm
  • Updated:August 4, 2016 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার হক অ্যাডভান্সড জেট বিমান৷ প্রশিক্ষণ দেওয়ার জন্য দুই বায়ুসেনাকে নিয়ে আকাশে ওড়ার মুখেই ‘হক ট্রেনার’ বিমানটি ভেঙে পড়ে। বায়ুসেনা সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগের কারণেই ভেঙে পড়ে বিমানটি৷ বিমানের দুই চালকই অক্ষত রয়েছেন বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে৷

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এ রাজ্যে বায়ুসেনা ঘাঁটি কলাইকুণ্ডা থেকে ‘টেক অফ’ করে বিমানটি৷ এয়ার স্টেশনের ভিতরেই ভেঙে পড়ে বিমানটি৷ গতবছরের জুন মাসেও ঠিক এই জায়গাতেই আরেকটি ‘হক ট্রেনার’ বিমান ভেঙে পড়েছিল। এদিনের ঘটনার তদন্তে ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করা হয়েছে।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement