Advertisement
Advertisement

‘ধর্ষিত’ মন্তব্যে ক্ষমা চাইব না: সলমন

‘ধর্ষিত’ মন্তব্যের জন্য মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন না সলমন খান৷ বৃহস্পতিবার চিঠি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেকথা৷

I will not say sorry for the rape comment: Salman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 3:32 pm
  • Updated:August 9, 2021 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধর্ষিত’ মন্তব্যের জন্য মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন না সলমন খান৷ বৃহস্পতিবার চিঠি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেকথা৷ বললেন, আইনজীবীর সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, এ ব্যাপারে তাঁর বিরু‌দ্ধে কোনও মামলা করার এক্তিয়ার নেই জাতীয় মহিলা কমিশনের৷ তাই তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য নন সলমন৷ ‘সুলতান’-এর সাংবাদিক বৈঠকে সলমনের করা ধর্ষিত মন্তব্য নিয়ে বিতর্কের জেরে সলমনকে ক্ষমা চাইতে বলেছিল জাতীয় মহিলা কমিশন৷ মহারাষ্ট্র মহিলা কমিশনও চিঠি দিয়ে বলিউডের এই অভিনেতাকে ক্ষমা চাইতে বলে৷ সেই চিঠির জবাবেই বৃহস্পতিবার সলমন খান মহারাষ্ট্র মহিলা কমিশনকে জানান, তাঁর বিরুদ্ধে মামলা করার কোনও অধিকার নেই কমিশনের৷ এমনকী জাতীয় মহিলা কমিশনও তাঁর মন্তব্যের বিচার করতে পারে না৷ এই ব্যাপারে নিজের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন তিনি৷ তাই কমিশনের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না৷

এদিকে, সলমনের বিশেষ বন্ধু আমির খানের পর এবার সুলতান অভিনেত্রী অনুষ্কা শর্মাও সমালোচনা করলেন সলমন খানের৷ ‘ধর্ষিত’ মন্তব্য প্রসঙ্গে অনুষ্কা বললেন, “সলমন খানের ওই মন্তব্য অসংবেদনশীল এবং দুর্ভাগ্যজনক৷” এতদিন কঙ্গনা রানাওয়াত-সহ বলিউডের বেশ কিছু নায়িকা সলমনের মন্তব্যের সমালোচনা করলেও অনুষ্কা ছিলেন ব্যাকফুটে৷ সলমনের সঙ্গে করা তাঁর সুলতান ছবিটির মুক্তির আগে তিনি এ ব্যাপারে একবারও মুখ খোলেননি৷ কিন্তু, সুলতান বক্স অফিসে হিট করার এক সপ্তাহের মধ্যেই ভোল বদলালেন তিনি৷ সলমন বলেছিলেন, “সুলতানের শুটিংয়ে টানা পরিশ্রম এবং রিং-এ টানা কসরতের পর নিজেকে ধর্ষিত বলে মনে হচ্ছিল৷ আমি ঠিকভাবে হাঁটতে পারছিলাম না৷” এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয় দেশজুড়ে৷ সলমনকে মন্তব্য ফিরিয়ে নিতে বলে কমিশন৷ কিন্তু ৭ জুলাই কোনও উত্তর দেননি সলমন৷ এরপরই সমন জারি করে ক্ষমা চাওয়ার দিন নির্ধারণ করা হয় ১৪ জুলাই৷ সেইমতো আজই সমনের জবাব দেওয়ার কথা ছিল সলমনের৷
এদিকে সলমনের ঘনিষ্ঠ সূত্রে খবর, মহিলা কমিশনের চিঠি বা আইন-আদালত নিয়ে মোটেই ভাবছেন না সলমন খান৷ খুব শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন লুলিয়া ভন্টুরকে৷ বুধবার রাতে তাঁর সঙ্গে পার্টিও করেন সল্লু৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement