Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী হতে চাই, বললেন মণিপুরের ‘আয়রন লেডি’

মণিপুরে আফস্পা শাসন প্রত্যাহার করার জন্য প্রায় দেড় দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন শর্মিলা৷ তাঁর রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা তাঁর লড়াইকেই আরও এগিয়ে নিয়ে যাবে৷

I want to be the CM of Manipur to help people: Irom
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 5:44 pm
  • Updated:August 9, 2016 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা ১৬ বছর ধরে চলা অনশন ভাঙলেন মণিপুরের সমাজ কর্মী ইরম শর্মিলা চানু৷ মণিপুরের মানুষের যন্ত্রণার অবসান ঘটাতে ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছিলেন ইরম৷ একটানা ১৬ বছর অনশন চালিয়ে নজির গড়েছিলেন মণিপুরের ‘আয়রন লেডি’৷

কিন্তু মঙ্গলবার অনশন ভেঙে আবেগে ভেসে গেলেন ইরম৷ আবেগ ঘন মুহূর্তে চোখের জল ফেললেন তিনি৷ বলেছেন, বললেন, “এই মুহূর্ত আমি কোনওদিনও ভুলব না৷”

Advertisement

কিন্তু এদিন ইরম স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর দীর্ঘ লড়াই অনশন ভাঙার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি৷ বরং নতুন করে মণিপুরের মানুষের জন্য লড়াই শুরু করতে চলেছেন শর্মিলা৷ বলেছেন, “২০ জন স্বাধীন নির্বাচন পদপ্রার্থী আমার সঙ্গে সহযোগিতা করুন৷ মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চাই৷” এদিন শর্মিলা আরও বলেন, “মণিপুরের মানুষ আমায় আয়রন লেডি আখ্যা দিয়েছেন৷ তাঁদের দেওয়া এই নামের সম্মান রাখতে চাই আমি৷ মণিপুরের জন্য সব সময় লড়াই চালিয়ে যেতে চাই৷”

রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও ইরম শর্মিলা মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মঙ্গলবার৷ এর পাশাপাশি, কিছু র‍্যাডিকাল গোষ্ঠী ঠিক কোন কারণে তাঁকে হত্যা করতে চান, সেই বিষয়েও প্রশ্ন করেন তিনি৷

প্রসঙ্গত, মণিপুরে আফস্পা শাসন প্রত্যাহার করার জন্য প্রায় দেড় দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন শর্মিলা৷ তাঁর রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা তাঁর লড়াইকেই আরও এগিয়ে নিয়ে যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement