Advertisement
Advertisement

Breaking News

মায়াবতীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করে বিতর্কে বিজেপি নেতা

বিতর্কের জেরে সরিয়ে দেওয়া হল ভাইস-প্রেসিডেন্টের পদ থেকে... 

I apologise for the remark I made: UP BJP VP Dayashankar Singh who compared BSP Chief Mayawati with a sex worker
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 4:58 pm
  • Updated:July 20, 2016 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি সুপ্রিমো মায়াবতীর বিরুদ্ধে অশালীন আক্রমণ দয়াশঙ্কর সিংয়ের৷ তিনি উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিজেপির ভাইস-প্রেসিডেন্ট৷ তাঁর অভিযোগ, মায়াবতী টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট বিলি করেন৷ এখানেই থেমে না থেকে দয়াশঙ্কর সিং মায়াবতীর সঙ্গে একজন যৌনকর্মীর তুলনা টেনেছেন৷ সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও ফুটেজ বুধবার সংবাদসংস্থা এএনআই প্রকাশ করেছে৷ বিতর্কের আঁচ গায়ে এসে লাগতে অবশ্য এদিন ক্ষমাও ছেয়ে নিয়েছেন তিনি৷ সূত্রের খবর, বিতর্কের জেরে তাঁকে ভাইস-প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷

সাংবাদিক বৈঠকে দয়াশঙ্কর সিং বলেন, “মায়াবতী বিএসপি-র টিকিট নিলাম করেন৷ সকালে এক কোটি, বিকেলে দু’কোটি আর রাত নামলেই তিন কোটি টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট বিক্রি করেন৷ মায়াবতীর টিকিট বিলির সিদ্ধান্ত দেখলে তাঁকে একজন যৌনকর্মী মনে হতে পারে৷” যৌনকর্মীর সঙ্গে তুলনা টানায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিজেপির ভাইস-প্রেসিডেন্ট৷

Advertisement

বিজেপি নেতার এই বক্তব্যের পাল্টা মায়াবতী আজ সংসদের বাইরে বলেন, “বিএসপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসিত আক্রমণে নেমেছে বিজেপি৷” যদিও উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতি কেশব মৌর্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দয়াশঙ্কর সিংয়ের মন্তব্য কুরুচিকর৷ এই মন্তব্য তাঁর ব্যক্তিগত৷ তাঁর বিতর্কিত বক্তব্যে দলের অনুমোদন নেই৷ এদিকে আজ সংসদে দয়াশঙ্কর সিংয়ের মন্তব্য নিয়ে ঝড় ওঠে৷ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ রাজ্যসভায় বলেছেন, “যে ব্যক্তি এরকম মন্তব্য করতে পারেন, তার কোনও যোগ্যতা নেই কোনও দলে, কোন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার৷” বিএসপি নেতা এসপি মিশ্র দাবি করছেন, দয়াশঙ্করকে গ্রেফতার করতে হবে৷ বিতর্ক থেকে হাত ধুয়ে ফেলতেই কি দয়াশঙ্করকে সরিয়ে দেওয়া হল পদ থেকে, এই প্রশ্নের অবশ্য কোনও সদুত্তর দেননি কেশব মৌর্য৷

দেখুন সেই বিতর্কিত ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement