Advertisement
Advertisement

Breaking News

নিজেকে ভারতীয় বলে পুলিশের হাতে মার খেল বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার

শুধু তাই নয়, ভেঙ্কির অভিযোগ, তাঁর সোনার হারও ছিনতাই করে নিয়েছে সেই পুলিশ৷

 ‘I am an Indian, why should I pay bribe,’ shouts techie; cops beat him
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 9:33 pm
  • Updated:September 2, 2016 10:33 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষ দিতে না চাওয়ায় এবং নিজেকে ভারতীয় বলে ঘোষণা করে পুলিশের হাতে মার খেল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার৷ স্বাধীনতা দিবসের দিন রাতেই ঘটল এই ঘটনা৷ অন্ধ্রপ্রদেশের সফটওয়্যার সংস্থায় কর্মরত ভেঙ্কি নাল্লাগুটলা পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পরায় শাস্তি হিসাবে হাজতবাস এবং বেধড়ক মার জুটল তাঁর৷ শুধু তাই নয়, ভেঙ্কির অভিযোগ, তাঁর সোনার হারও ছিনতাই করে নিয়েছে সেই পুলিশ৷

Advertisement

স্বাধীনতা দিবসের দিন রাতে, ভেঙ্কির এক তুতো ভাই ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন৷ তিনি শহরে নতুন বলে গাড়ি কোথায় রাখতে হবে সেই বিষয়ে সঠিকভাবে জানতেন না৷ কিন্তু ভুল জায়গায় গাড়ি রাখার দায়, স্থানীয় ট্রাফিক পুলিশ তাঁকে জেরা করতে শুরু করে৷ অবস্থার সামাল দিতে না পেরে ভেঙ্কিকে ফোন করেন তাঁর ভাই৷ সেখানে পৌঁছলে পুলিশরা তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করছিল বলে অভিযোগ৷ সেই সময় পুলিশকে ভদ্রভাবে আচরণ করতে বলেন তিনি৷ আর তখনই ভেঙ্কির উপর চড়াও হয় তিন জন পুলিশকর্মী৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কে৷ প্রশ্নের উত্তরে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেওয়ায় তাঁকে বেধড়ক মারে পুলিশ৷ স্থানীয় কে পি পুরম থানায় নিয়ে গিয়ে তাঁকে ছয় ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ৷ শুধু তাই নয়, তাঁর কাছ থেকে ৩,০০০ টাকা এবং সোনার হারটিও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন৷

যদিও এই বিষয়ে ডিসিপি ট্রাফিক অভিষেক গোয়েল জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি ভেঙ্কির সঙ্গে কথা বলেছেন এবং তাঁর কথায় কিছু অসঙ্গতি পেয়েছেন৷ ট্রাফিক পুলিশরা তাঁকে কী ভাবে থানায় নিয়ে গিয়ে আটকে রাখলেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement