সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যে আইএস জঙ্গিরা শক্তি বৃদ্ধি করছে তা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন ভারতীয় গোয়েন্দারা৷ কিছুদিন আগেই হায়দরাবাদে অভিযান চালিয়ে এনআইএ’র গোয়েন্দারা ১০টি আইএস মডিউলের খোঁজ পেয়েছিলেন৷ এবার গ্রেফতার করা হল মডিউলের দুই চাঁইকে৷
হায়দরাবাদে আইএস জঙ্গিদের কার্যকলাপের প্রধান নিয়ন্ত্রক ছিলেন যিনি, সেই ইয়াসির নিয়ামুতুল্লাহকে এদিন গ্রেফতার করা হয়৷ সেদিন জঙ্গি ডেরায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ অর্থও পেয়েছিলেন বিজ্ঞানীরা৷ বাইরে থেকে নয়, দেশের ভিতর থেকেই যে কেউ জঙ্গিদের কাজে অর্থ জোগান দিচ্ছিল সে ব্যাপারে সন্দেহ দানা বাঁধে গোয়েন্দাদের৷ এদিন জঙ্গিদের অর্থ জোগান দেওয়ার অভিযোগে আতাউল্লা রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷
গত ২৯ জুন তল্লাশি চালিয়ে ১০টি আইএস মডিউলের খোঁজ পায় এনআইএ গোয়েন্দারা৷ গ্রেফতার করা হয় পাঁচজনকে৷ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে৷ এদের জিজ্ঞাসাবাদ করেই দেশে আইএস নেটওয়ার্কের হদিশ পেতে চেয়েছিলেন গোয়েন্দারা৷ বিশেষত, বাংলাদেশের ক্যাফেতে হামলার পর এ দেশে আইএস-এর ছক বানচাল করতে মরিয়া ছিলেন গোয়েন্দারা৷ প্রত্যাশামতোই এল বড় সাফল্য৷ দেশে আইএস-এর মূলচক্রী সমেত অর্থজোগানকারীকে পাকড়াও করতে পারলেন গোয়েন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.