Advertisement
Advertisement

রাখিবন্ধনে আহ্বান সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনা রোধে এক ঐতিহাসিক পদযাত্রার সাক্ষী থাকল কলকাতা৷ তাও রাখিবন্ধনের মতো ঐতিহাসিক দিনে৷ শহরের রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী, আমজনতা৷ মমতার বার্তা, “মানুষের প্রাণ বাঁচাও৷ সাবধানে গাড়ি চালাও৷”আরও পড়ুন:সন্দীপের আমলে এমবিবিএসের বাছাই পর্বে দুর্নীতি! দাবি সিবিআই রিপোর্টঅনশন মঞ্চ থেকে উধাও জুনিয়র ডাক্তারের মোবাইল! প্রবল শোরগোল Advertisement বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা৷ […]

Huge crowd follow Mamata banerjee on the occasion of the Safe Drive Save Life rally from Sealdah to Dharmatala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 11:57 am
  • Updated:June 22, 2022 5:04 pm

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনা রোধে এক ঐতিহাসিক পদযাত্রার সাক্ষী থাকল কলকাতা৷ তাও রাখিবন্ধনের মতো ঐতিহাসিক দিনে৷ শহরের রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী, আমজনতা৷ মমতার বার্তা, “মানুষের প্রাণ বাঁচাও৷ সাবধানে গাড়ি চালাও৷”

বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা৷ সংস্কৃতি দিবস৷ আর এই দিনটাতেই পথচলতি সাধারণ মানুষকে নিবিড় বন্ধনে বেঁধে ফেলল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ মৌলালি যুবকেন্দ্র থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হল৷ সবুজ পতাকায় সূত্রপাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলা ভাল, মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জনসচেতনতা বৃদ্ধিতে পথে নামলেন৷ উদ্দেশ্য মহৎ, মানুষের জীবনের দাম অনেক৷ তাই একটু সতর্ক হলেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়৷ মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনই প্রশাসনকেও কঠোর ভূমিকা নিতে হবে৷ কোথাও যেন এই বার্তাটাই ফুটে উঠল সুসজ্জিত ট্যাবলোয়৷ রাস্তায় মোটরবাইক চালাতে গেলে হেলমেট পরুন, সিট বেল্ট বেঁধে গাড়ি চালান, সিগন্যাল দেখে রাস্তা পার হোন–ধরা পড়ল ট্যাবলোয়৷ স্কুলের পড়ুয়াদের হাতে প্ল্যাকার্ড৷ বার্তা দিচ্ছে, ‘সুরক্ষিত রাখুন, সুরক্ষিত থাকুন’৷ হেলমেট পরে মোটরবাইক নিয়ে অংশ নিলেন ১০০ জন কলকাতা পুলিশের কর্মী৷ পুলিশ ব্যান্ডে ধ্বনিত হল, “গাড়ি আস্তে চালান৷ প্রাণ বাঁচান৷” মৌলালি থেকে এ জে সি বোস রোড, শিয়ালদহ ফ্লাইওভার, আমহার্স্ট স্ট্রিট, বহুবাজার, বি বি গাঙ্গুলি স্ট্রিট, সি আর অ্যাভিনিউ, ধর্মতলা হয়ে পদযাত্রা শেষ হল কলকাতা মাউন্টেড পুলিশের প্যাডক গ্রাউন্ডে৷ দীর্ঘ পথ হাঁটলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, সাংসদ মুকুল রায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকমল সাহা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় অংশ নিলেন সাংসদ-অভিনেতা দেব, সোহম, রুদ্রনীল, জুন মালিয়া, অরিন্দম শীল, প্রযোজক শ্রীকান্ত মেহতা, গায়ক শিবাজি চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, অনীক-সহ একাধিক টলিউড শিল্পী৷ বাউল-একতারা নিয়ে দেখা মিলল লোকপ্রসার শিল্পীদের৷ বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরও দেখা মিলল পথনিরাপত্তার সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের এই কর্মসূচিতে৷ কিন্তু গোটা কর্মসূচিটাই পরিণত হল সামাজিক আন্দোলনে৷ হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলালেন৷ একটাই বার্তা, ‘আমাদের পথ হোক, নিরাপদ পথ৷’ আর মুখ্যমন্ত্রী যখন রাস্তা দিয়ে হাঁটছেন, তখন অগণিত মানুষ দাড়িয়ে রাস্তার দু’ধারে৷ সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন, শুভেচ্ছা গ্রহণ করলেন৷ আবার ধর্মতলায় দুই সাফাইকর্মীর হাতে রাখিও পরিয়ে দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী বললেন, “রাখিবন্ধনের শুভেচ্ছা৷ সকলে ভাল থাকুন৷ সুস্থ থাকুন৷ দীর্ঘজীবন কামনা করি৷ পরিবারের সদস্যরাও খুব ভাল থাকুন৷ সংস্কৃতি দিবস পরিণত হোক মানুষের প্রাণের দিবসে৷” সেইসঙ্গে এই কথাটাও মনে করিয়ে দিলেন, “ঐক্যবদ্ধ হোন, উন্নয়নবদ্ধ হোন, সংস্কৃতিবদ্ধ হোন, শপথবদ্ধ হোন, প্রতিজ্ঞাবদ্ধ হোন৷” এতটা পথ হাঁটার জন্য ছাত্রছাত্রীদেরও আলাদাভাবে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর জন্য এতটা পথ হেঁটেছেন ছাত্রছাত্রীরা৷ তাঁদের বিশেষভাবে ধন্যবাদ৷ ছাত্রছাত্রীরাই বাংলা, দেশ, বিশ্বের ভবিষ্যৎ৷ তাঁদের সুন্দর ভবিষ্যত্‍ জীবন কামনা করি৷” তবে মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের পদযাত্রা শুরুর প্রথমেই নির্দেশ দিয়েছেন, “এটা কলকাতা পুলিশের কর্মসূচি৷ কাউন্সিলররা পিছনের দিকে যান৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement