Advertisement
Advertisement

Breaking News

সার্ক বৈঠকে রাজনাথের বক্তব্য কাটছাঁট করল পাকিস্তান

পাকিস্তানের এই আচরণের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷

HM Rajnath Singh's speech at SAARC conference blacked out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 4:37 pm
  • Updated:August 4, 2016 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের সম্প্রচার কাটছাঁট করল পাকিস্তান৷ রাজনাথের বক্তব্য টেলিকাস্ট করতে দেওয়া হয়নি কোনও চ্যানেলকে৷ ভারতীয় তো নয়ই, বেসরকারি পাক সংবাদমাধ্যমকেও রাজনাথের বক্তব্য সম্প্রচার করতে দেওয়া হয়নি৷ পাকিস্তানের এই আচরণের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷

সার্ক বৈঠকে রাজনাথ সিং সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে বলেন, “সন্ত্রাসের ভাল-মন্দ বলে কিছু হয়না৷ জঙ্গিদের শহিদের মর্যাদা দেওয়া উচিত নয়৷” হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুতে শোক প্রকাশ ও কাশ্মীরে অশান্তি বাঁধানোর জন্য নাম না করে পাকিস্তানকেই নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷ সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাজনাথ সিং ইসলামাবাদে পৌঁছলেও পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নাসির আলি খানের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে না৷ পূর্ব নির্ধারিত মধ্যাহ্নভোজের অনুষ্ঠানও এড়িয়ে গিয়েছেন দু’জনে৷ এদিন বিকেলেই ইসলামাবাদ বিমানবন্দর থেকে নয়াদিল্লির বিমান ধরেছেন রাজনাথ৷

Advertisement

এদিকে, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাজনাথ যখন ইসলামাবাদ পৌঁছন, তখনই পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘কাশ্মীর শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, পাকিস্তানের বিদেশনীতির অন্যতম অঙ্গ৷” দেশের শীর্ষ রাজনৈতিক-কূটনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন শরিফ৷ এর আগেও পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, কাশ্মীর কবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, তার অপেক্ষায় রয়েছেন তিনি৷ নওয়াজ শরিফের একের পর এক এই জাতীয় মন্তব্যের কড়া নিন্দা করেন রাজনাথ৷ সরকারিভাবে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও রাজনাথ ঘনিষ্ঠমহলের পাক প্রধানমন্ত্রীর উস্কানিমূলক কথা তীব্র নিন্দা করেছেন৷

অন্যদিকে, রাজনাথ সিংয়ের সফরের দ্বিতীয় দিনেও ফের বিক্ষোভ দেখায় হাফিজ সঈদের অনুগামীরা৷ কোনওভাবেই কাশ্মীর সমস্যার সমাধান না করে এবং কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ভারতকে রেহাই দেবে না বলে এদিনও সঈদ হুঁশিয়ারি দিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement