সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে সামিল হতে পারে পাকিস্তান৷ ভারতীয় সেনার হাতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর এবার সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি হিজবুল গোষ্ঠীর৷ পাকিস্তানে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা কর হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের৷
বুরহানের মৃত্যুর পর থেকেই উপত্যকায় জারি আছে প্রতিবাদ, বিক্ষোভ৷ আজাদ কাশ্মীরের দাবি তুলে এক শ্রেণির কাশ্মীরির কাছে নায়ক হয়ে ছিলেন বুরহান৷ এবার জনতার সেই আবেগকে কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উসকে দিল হিজবুল প্রধান৷ করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাউদ্দিনের প্রশ্ন, বুরহানের মৃত্যুর পর কেন সাধারণ কাশ্মীরিরা পথে নামল? বুরহান কোনও ব্যক্তির নাম নয়, বরং তাকে একটি আদর্শের প্রতিনিধি হিসেবে ব্যাখ্যা করেই নিজের সিদ্ধান্ত ঘোষণা জঙ্গিদলের প্রধানের৷ অস্ত্র-জিহাদকেই কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র পথ হিসেবে তুলে ধরে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি সালাউদ্দিনের৷ পাকিস্তানের সহায়তা পেলেই যে যুদ্ধ বাধতে পারে তাও পরিষ্কার তার কথায়৷
Kashmiris have reached this conclusion that they have no second option except armed jihad: Sayeed Salahudeen pic.twitter.com/OAoceIGY7n
— ANI (@ANI_news) August 8, 2016
এদিকে কাশ্মীর পরিস্থিতি সমাধানে আজই সংসদে সরব হয়েছে বিরোধীরা৷ এই ইস্যুতে সর্বদলীয় বৈঠকের দাবিও তোলা হয়েছে৷ এর মধ্যেই হিজবুল প্রধানের হুমকি নতুন করে ভাবাচ্ছে ভারতীয় প্রশাসনকে৷ বিছিন্নতাবাদীরা যাতে কাশ্মীর কবজা করতে না পারে, তার জন্য সবরকম পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি ভারতীয় সেনা৷
And if Pak provides this support, there is a great chance of a nuclear war between two powers: Sayeed Salahudeen pic.twitter.com/hidotgYDOJ
— ANI (@ANI_news) August 8, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.