Advertisement
Advertisement

নিগৃহীতা ছাত্রীর বাড়িতে স্কুলের প্রতিনিধিরা

সোমবার থেকে স্কুলে যাবে নিগৃহীতা ছাত্রী৷

Hit by teacher, kid falls ill
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 3:16 pm
  • Updated:August 5, 2016 3:16 pm  

স্টাফ রিপোর্টার: শিক্ষিকার হাতে নিগৃহীতা ছাত্রীকে দেখতে তার বাড়িতে গেল স্কুলের প্রতিনিধিদল৷ ওই দলে ছিলেন প্রধান শিক্ষিকা সুমিতা সিনহা৷ তাঁরা ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন৷ ছাত্রীর বাবা দেবব্রত সরকার জানিয়েছেন, শুক্রবার মেয়ে অনেকটাই সুস্থ হয়েছে৷ আগামী সোমবার থেকে সে স্কুলেও যাবে৷ কোনও একজন শিক্ষিকার নির্মম ব্যবহারের জন্য মেয়ের পড়াশোনা বন্ধ হতে পারে না৷ এদিন ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন চার্চ অফ নর্থ ইন্ডিয়ার প্রতিনিধি অরবিন্দ মণ্ডলও৷ ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি৷

(ছাত্রীকে কানে চড়, সাসপেন্ড শিক্ষিকা)

Advertisement

এদিকে ছাত্রী নিগ্রহের ঘটনায় এখনও ফেরার অভিযুক্ত শিক্ষিকা পিউস মালাকার৷ তাঁর বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীটির পরিবার৷ পুলিশ শিক্ষিকার খোঁজ করছে৷ ঘটনা প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি পিউস মালাকারকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনার দিন বুধবার দুপুর দেড়টা নাগাদ অঙ্কের ক্লাসে খাতায় নিজের ৩৪ রোল নম্বর ভুল লিখে ফেলেছিল চতুর্থ শ্রেণির রিচা সরকার৷ কেন ভুল লিখেছে, এই অজুহাতে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষিকা পিউস মালাকার৷ মাত্র আট বছরের এক ছাত্রীর কানে চড় কষিয়ে দেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ মারধরের পরে ছাত্রীটিকে আবার নিল ডাউন করিয়ে রাখেন শিক্ষিকা৷ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে রিচা৷ রিচার কানের চারপাশে লাল দাগ দেখতে পান তার মা৷ জিজ্ঞাসা করার পর প্রথমে কিছু বলতে না চাইলেও পরে মারধরের কথা বলে সে৷ বিষয়টি জানাজানি হতেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement