সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জারি হত্যালীলা৷ শুক্রবার ভোর-রাতে আবারও নৃশংসভাবে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতী৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুজোর ফুল তুলছিলেন ঝিনাইদহের রাধামদন গোপাল মঠের ৬২ বছরের পুরোহিত শ্যামানন্দ দাস৷ আচমকাই তাঁর উপর হামলা চালান দুষ্কৃতীরা৷ জানা গিয়েছে মোটরবাইকে করে তিনজন দুষ্কৃতী আচমকাই মঠে এসে উপস্থিত হয়৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়৷ প্রতিবেশীরা শ্যামানন্দ বাবুর দেহ মঠের উপর পড়ে থাকলে দেখে, দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রত্যক্ষদর্শীদের দাবি এই ভয়াবহ ঘটনার পর রক্তে ভেসে যাচ্ছিল মঠ৷ জানা গিয়েছে ঘাড়ে এবং গলায় আঘাত করা হয়েছিল পুরোহিতের৷
এই নিয়ে গত এক মাসের মধ্যে ঝিনাইদহে খুন হলেন তিন মন্দিরের পুরোহিত৷ গত ৭ জুন নলডাঙা মন্দিরে পুজো করতে যাওয়ার সময় পুরোহিত আনন্দগোপাল গঙ্গোপাধ্যায়ের গলার নলি কেটে হত্যা করে জঙ্গিরা৷ এদিন মধুপুর গ্রামে শ্যামানন্দকেও ঠিক একই কায়দায় খুন করা হল৷ একই জঙ্গিগোষ্ঠী এই খুন করেছে বলে সন্দেহ বাংলাদেশ পুলিশের৷
গত কয়েকদিন ধরে একের পর এক খুন হচ্ছেন বাংলাদেশের হিন্দু পুরোহিত-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ হত্যার পর তার দায়ও স্বীকার করেছে আইএস জঙ্গিরা৷ ইসলামিক স্টেট এমন কয়েকটি হত্যার দায় স্বীকার করে নিয়েছে৷ কিন্তু এখনও শ্যামানন্দ দাসের হত্যার দায় শিকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী৷ তবু শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন ঝিনাইদহের জেলাশাসক মেহবুবুর রহমান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.