সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে মৃত্য হল এক হিন্দু ডাক্তারের৷ এবারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল ৫৬ বছর বয়সি হিন্দু চিকিৎসক প্রীতম লাখওয়ানিকে৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে করাচির পাক কলোনির বরা রোডের কাছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দিনের শেষে নিজের চেম্বার থেকে বাড়ি ফেরার জন্য বের হন প্রীতমবাবু৷ হঠাৎ এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ অন্ধকারেই তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা৷ আহত প্রীতমবাবুকে স্থানীয় আব্বাস শাহিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে করাচির আগা খান হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই শেষঃনিশ্বাস ত্যাগ করেন তিনি৷
প্রীতমবাবুর ছেলে রাকেশ কুমার জানান, কারও সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না বর্ষীয়ান চিকিৎসকের৷ বরং ডাক্তার হিসেবে বেশ সুনামই ছিল৷ পুলিশের অনুমান আগে থেকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে প্রীতম লাখওয়ানিকে৷
প্রসঙ্গত, গত সপ্তাহেই করাচির সিভিল হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যু হয় অনিল কুমার নামে আরও এক হিন্দু চিকিৎসকের৷ তারও আগে স্থানীয় এক মদের দোকানে দুই হিন্দুকে গুলি করে মারা হয়৷ তাই প্রীতম লাখওয়ানির হত্যাতেও কট্টরপন্থীদের যুক্ত থাকার কথা উড়িয়ে দিচ্ছে না পাক প্রশাসন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.