Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানে রহস্যমৃত্যু হিন্দু চিকিৎসকের

কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্য ঘনিয়েছে৷

Hindu doctor found dead inside ICU of Pak hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 1:09 pm
  • Updated:July 30, 2016 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে এক হিন্দু চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হল হাসপাতালের আইসিইউ থেকে৷ শুক্রবার করাচি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে চিকিৎসক অনিল কুমারের মৃতদেহ উদ্ধার করেন হাসপাতালের কর্মচারীরা৷ কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্য ঘনিয়েছে৷

সূত্রের খবর, আইসিইউর চেয়ারেই পড়ে ছিল ৩২ বছরের ওই চিকিৎসকের মৃতদেহ৷ শুক্রবার আইসিইউর দরজা বন্ধ থাকতে দেখে প্রথমটায় ডাকাডাকি করেন সেখানকার কর্মীরা৷ কিন্তু আইসিইউ থেকে কোনওরকম আওয়াজ না আসায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ দরজা ভাঙা হলে দেখা যায় সেখানে পড়ে রয়েছে চিকিৎসকের মরদেহ৷ ঘটনাস্থল থেকে একটি ফাঁকা সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনওরকম কেমিক্যাল ওই সিরিঞ্জের মাধ্যমে চিকিৎসকের শরীরে প্রবেশ করানো হয়েছিল৷ তার ফলেই মৃত্যু হয় চিকিৎসকের৷ কিন্তু এই ঘটনা আত্মহত্যা না খুন, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Advertisement

প্রসঙ্গত, বাংলাদেশের মতো পাকিস্তানেও গত কয়েকদিন ধরে সমানে চলছে হিন্দু হত্যার ঘটনা৷ চলতি সপ্তাহে এক হিন্দু ব্যবসায়ীকে উত্তেজিত জনতা পিটিয়ে খুন করে পাকিস্তানে৷ দুই কিশোরকেও সিন্ধ প্রদেশে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে৷ এ ঘটনা সেরকম সাম্প্রদায়িক উত্তেজনার বশেই ঘটা কোনও ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা দেখা দিয়েছে৷ রহস্য মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement