Advertisement
Advertisement

গুলশানের ধাঁচেই হানার হুমকি হাই কোর্টে

মামলায় বিপক্ষে রায় দিলেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হাই কোর্ট৷ গুলশানের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে৷

Highcourt will be attacked just like Dhaka terror attack

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 10:58 am
  • Updated:July 13, 2016 10:58 am  

স্টাফ রিপোর্টার: এবার বাংলাদেশের ধাঁচে হামলার হুমকি কলকাতা হাই কোর্টে৷ মামলায় বিপক্ষে রায় দিলেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হাই কোর্ট৷ গুলশানের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে৷
ঠিক এই ভাষাতেই মঙ্গলবার একটি হুমকি চিঠি আসে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের দফতরে৷ বিচারপতি সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের নাম করে ওই হুমকি চিঠি দেওয়া হয়৷ ইস্ট ক্যানাল রোডে বহু বিতর্কিত একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে মামলা দায়ের হয় বিচারপতি সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের এজলাসে৷ সেই মামলায় বাড়ি ভাঙার পক্ষে রায় দিলেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়৷ পাপ্পু সিং নামে কোনও ব্যক্তির নামে ওই হুমকি চিঠি আসে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা দিন সরগরম ছিল হাই কোর্ট৷
চিঠির খবর সামনে আসতেই ডেকে পাঠানো হয় অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রকে৷ বিচারপতি সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের এজলাসে পাঠানো হয় চিঠিটি৷ খোলা এজলাসে চিঠিটি পড়েন বিচারপতি৷ এরপরই কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, গোয়েন্দা প্রধান বিশাল গর্গ ও বিধাননগর কমিশনারেটের প্রধান জ্ঞানবন্ত সিংকে ডেকে পাঠানো হয় হাই কোর্টে৷ এরপরই হাই কোর্টের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেন প্রশাসনিক প্রধানরা৷ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি৷ বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেলও৷
ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ৷ তবে এদিন বৈঠকে হাই কোর্টের নিরাপত্তা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷ বাড়ানো হচ্ছে চেকিং পয়েন্ট৷ বিচারপতিদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ আগামী ২৯ জুলাই এনিয়ে ফের বৈঠকে বসবে কমিটি৷ সন্দেহভাজন কিছু দেখলেই তল্লাশি করা হবে বলে খবর৷ এমনিতে হাই কোর্টের প্রতিটি গেটে পুলিশি প্রহরা থাকলেও তা পর্যাপ্ত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ সত্যই কোনও বড়সড় হামলা হলে তা মোকাবিলা করার মতো নিরাপত্তা ব্যবস্থা হাই কোর্টে নেই বলেই মনে করেন আইনজীবীরা৷ ২০১৩ সালেও একবার হাই কোর্টের নতুন বিল্ডিংয়ের শৌচাগার থেকে এই ধরনের হুমকি চিঠি উদ্ধার হয়েছিল৷ এদিনের ঘটনার পর পাপ্পু সিংয়ের পরিচয় জানতে পুলিশ তদন্ত করবে বলে খবর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement