স্টাফ রিপোর্টার, কাঁথি: এবার থেকে মন্দারমণির বিভিন্ন হোটেলে যাওয়ার জন্য পুলিশের কাছ থেকে গাড়ি চালকদের পারমিট নিতে হবে৷ এজন্য কুপন চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট কুপন নিয়ে গাড়িগুলি শুধুমাত্র হোটেলে যেতে ও আসতে পারবে৷ ইতস্ততভাবে সৈকতে ঘোরাঘুরি করা যাবে না৷ একই সঙ্গে সৈকত দিয়ে গাড়িগুলি যাওয়ার জন্য খুঁটি পুঁতে চ্যানেল করে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে৷ সোমবার এই কথা জানালেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷
রবিবার মন্দারমণির সৈকতে দুই গাড়ির সংঘর্ষে কলকাতার তিন ছাত্রের মৃত্যুর পর সমুদ্রসৈকতে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের কোনও গাড়ি৷ শুরু হয়েছে কড়া পুলিশি নজরদারি৷ পাশাপাশি মন্দারমণি সৈকতে থাকা ওয়াচ টাওয়ারগুলি ও পুলিশি আউট পোস্টে সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ৷ এদিকে বারবার মন্দারমণি সৈকতে গাড়ি দুর্ঘটনা ঘটলেও প্রাথমিকভাবে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ীভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ৷
ঘটনার পরই কলকাতা, রাঁচি ও বিহার থেকে আসা খড়গপুর আইআইটির চার প্রাক্তনীকে আটক করে জেরা করে উপকূল পুলিশ৷ পুলিশি জেরায় জানা যায়, দীপেশ বাবার কোম্পানির বিএমডব্লু গাড়িতে বন্ধুদের নিয়ে খড়গপুর যাওয়ার জন্যে বেরিয়েছিল৷ মন্দারমণি ঘুরে তারা খড়গপুর যাওয়ার পরিকল্পনা করেছিল৷ কিন্তু বৈভব শাণ্ডিল্যদের সঙ্গে মন্দারমণি সৈকতে পরিচয় হওয়ার পরে তারা মেতে ওঠে কার রেসে৷ তখনই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ মৃত্যু হয় তিন ছাত্রের৷
এদিন প্রশাসনের পক্ষ থেকে পর্ষদকে মন্দারমণি গ্রামে যাওয়ার বিকল্প রাস্তাটি দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, জমিজটে ওই রাস্তা তৈরির কাজ বর্তমানে থমকে রয়েছে৷ প্রশাসনের সহযোগিতায় দ্রুত জট কাটিয়ে কাজ শুরুর উদ্যোগ নিচ্ছে পর্ষদ৷ তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে সৈকতে নামার আগে পর্যটকদের গাড়ি পার্কিংয়ের জন্যে একটি জায়গা নির্দিষ্ট করতে বলা হয়েছে৷ পর্যটকদের হোটেলে যাওয়ার জন্যে সমুদ্র সৈকতে কার্ট (সমুদ্রসৈকতে চলতে পারে এমন যান) নামানোর পরিকল্পনা নিয়েছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.