Advertisement
Advertisement

Breaking News

দুর্ঘটনা এড়াতে হাওড়ায় বিলি হেলমেট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার হাওড়া জেলা প্রশাসনও বাইক আরোহীদের হেলমেট দেওয়া শুরু করেছে৷

 Helmets are distributed at Howrah to prevent accident
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 10:11 am
  • Updated:June 22, 2022 5:05 pm  

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার হাওড়া জেলা প্রশাসনও বাইক আরোহীদের হেলমেট দেওয়া শুরু করেছে৷ হাওড়া জেলায় বাইক দুর্ঘটনা এড়াতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ৷ মঙ্গলবারও বাইক আরোহীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে হেলমেট বিলি করল হাওড়া জেলা প্রশাসন৷ এদিন প্রায় ২০০ জন বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেন হাওড়ার জেলাশাসক শুভাঞ্জন দাস ও পুলিশ সুপার সুকেশ জৈন৷ জেলা প্রশাসনের উদ্যোগে হাওড়ার সর্বত্রই এখন নিরাপত্তা সচেতনতা শিবির হচ্ছে৷ সেইমতো এদিন উলুবেড়িয়া থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা শিবির হয়৷ এই শিবিরেই প্রশাসনের কর্তারা বাইক আরোহীদের সচেতন করার পাশাপাশি তাঁদের হেলমেট বিতরণ করেন৷ জেলাশাসক ও পুলিশ সুপার ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি, উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ৷

এদিন অনুষ্ঠানে পুলিশ সুপার সুকেশ জৈন জানান, গত ৮ জুলাই নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফের যে কথা বলেছিলেন তাকে মান্যতা দিতেই জেলা প্রশাসন গ্রামীণ এলাকায় হেলমেট বিলি শুরু করেছে৷ প্রতিটি থানা এলাকাতেই পর্যায়ক্রমে এই হেলমেট বিলি করা হবে৷ তিনি বলেন, হাওড়ায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলিতে সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ ও হোমগার্ডদেরও বাইক দুর্ঘটনা নিয়ে সচেতন করা হয়েছে৷ পুলিশ সুপারের কথায়, জাতীয় সড়কে বেশিরভাগ দুর্ঘটনাই বাইক দুর্ঘটনা৷ আর হেলমেট ছাড়া চলার জন্যই এই বাইক দুর্ঘটনা ঘটছে৷ বাইক আরোহীদের যাতে এ ব্যাপারে সচেতন করে তোলা যায় সে কারণেই অন্য থানা এলাকাতে পর্যায়ক্রমে হেলমেট বিলি হবে৷ অনুষ্ঠানে উপস্থিত উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়েই সাবধানে বাইক চালাও, জীবন বাঁচাও কার্যকর করা হচ্ছে৷ উল্লেখ্য হাওড়ায় প্রতি মাসে পথ দুর্ঘটনায় ১৮ থেকে ২০ জন মারা যান৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement