Advertisement
Advertisement

পড়ুয়াদের সুরক্ষায় হেলমেট বিধি স্কুলে

ইতিমধ্যেই সেন্ট্রাল মডার্ন, রামমোহন মিশন-সহ বেশ কিছু স্কুল ইতিমধ্যেই হেলমেট পরার বিষয়ে নজরদারি শুরু করেছে৷

 Helmet regulations has started in school
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 1:01 pm
  • Updated:July 19, 2016 1:01 pm  

স্টাফ রিপোর্টার: স্কুলপড়ুয়াদের মাথা সুরক্ষিত করতে ‘হেলমেট বিধি’ লাগু করল আইসিএসই স্কুল সংগঠন৷ যে ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের মোটরবাইকে চেপে স্কুলে আসে তাদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ অ্যাসোসিয়েশন অফ স্কুলস ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট-এর অধীনস্হ রাজ্যের ২২০টি স্কুলে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হচ্ছে৷ ইতিমধ্যেই সেন্ট্রাল মডার্ন, রামমোহন মিশন-সহ বেশ কিছু স্কুল ইতিমধ্যেই হেলমেট পরার বিষয়ে নজরদারি শুরু করেছে৷
সংগঠনের সম্পাদক নবারুণ দে জানান, পড়ুয়াদের পথ নিরাপত্তা সুরক্ষিত করতে দু’টি বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ প্রথমত, বাইকে চেপে স্কুলে আসা পড়ুয়াদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হচ্ছে৷ বহু ক্ষেত্রে দেখা যায় বাবা মায়ের মাথায় হেলমেট রয়েছে৷ কিন্ত্ত শিশুর মাথায় কোনও হেলমেট নেই৷
দ্বিতীয়ত, বহু ছাত্র-ছাত্রী বেসরকারি পুলকারে চেপে স্কুলে আসে৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলকারগুলির পারমিট শেষ হয়ে যাওয়ার পরও সেগুলি চালানো হচ্ছে৷ অনেক পুলকারের পরিকাঠামোগত অবস্হাও ঠিক নেই৷ জোড়াতাপ্পি দেওয়া চাকা থাকা সত্ত্বেও তাতে ছাত্র-ছাত্রী নিয়ে যাওয়া হয়৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে৷ স্কুলের তরফে এ বিষয়ে নজরদারি চালানো হয়৷ এবার অভিভাবকদেরও পুলকার নিয়ে সজাগ থাকতে বলা হয়েছে৷ কোথাও কোনও সমস্যা দেখলেই তা স্কুল কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে৷
সিসিটিভি ফুটেজ ও চালান প্যাটার্ন দেখে জানা গিয়েছে, কলকাতার পার্ক সার্কাস-মল্লিকবাজার, ডায়মন্ড হারবার-জেমস লং সরণি, শ্যামবাজার-শ্যামপুকুর, বেলেঘাটা মেন রোড ও হরিশ মুখার্জি রোডে হেলমেটহীন বাইক আরোহীর সংখ্যা বেশি৷ ওই সব এলাকায় হেলমেটের উপকারিতা নিয়ে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এছাড়াও হেলমেটহীন বাইক আরোহীদের ধড়পাকড়ও করছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement