সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলমারিতে এখনও দু’টো জামা তুলে রাখা আছে৷ নবমী আর দশমীর জন্য৷ বেশ কিছু ভাল পুজো দেখাও বাকি রয়ে গিয়েছে পুজোপ্রেমীদের৷ কিন্তু প্রশ্ন হল, সেগুলো কি আদৌ গায়ে চাপিয়ে প্যান্ডেল হপিংয়ে যাওয়া হবে? আলিপুর আবহাওয়া দফতর এ রাজ্যের উৎসব প্রিয় মানুষকে কিন্তু সুখবর দিচ্ছে না৷ বরং তাদের খবরে আকাশের মতো মুখ ভার হয়ে যাওয়ার কথা বাঙালিদেরও৷
ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই সপ্তমী ও অষ্টমীতে শহরের রাস্তায় মানুষের ঢল নেমেছে৷ তবে নবমী ও দশমীতে আবহাওয়ার চোখ রাঙানি আরও বাড়বে বলে জানিয়ে দিল হাওয়া অফিস৷ ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মহাষ্টমীতে মুষলধারায় বৃষ্টি হয়েছে৷ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস শুনে কপালে ভাঁজ পড়েছে উদ্যোক্তা থেকে পুজোপ্রেমী মানুষের৷ আবহাওয়াবিদরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, অষ্টমী ভালয় ভালয় কাটলেও নবমী থেকেই ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা প্রবল৷ ফলে নবমী-দশমীতে বৃষ্টির সম্ভাবনা পুজোর আনন্দে ফের ছন্দপতন ঘটাতে পারে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার উপরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে৷ তার জেরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা৷ আর তা তৈরি হলে নবম-দশমী বৃষ্টিতে পণ্ড হতে পারে৷ উদ্যোক্তারাও চিন্তায় রয়েছেন বৃষ্টি তাঁদের শিল্পকর্মকে ছাড় দেবে তো? আগামি দু’দিনও বৃষ্টির দাপট বজায় থাকবে৷ বরং বৃষ্টির তেজ আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ উত্তরবঙ্গের চার জেলাতেও বৃষ্টি চলবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.