Advertisement
Advertisement

Breaking News

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত দুই

জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকাও৷ দুর্গতদের উদ্ধার করে ত্রাণশিবিরে পৌঁছে দেওয়ার কাজ জারি রেখেছে প্রশাসন৷

heavy rainfall in north bengal, 2 died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 10:59 am
  • Updated:July 23, 2016 10:59 am  

নিজস্ব সংবাদদাতা: মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ৷ বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা৷ নদীতে ভেসে ও জমা জলে তলিয়ে গিয়ে শিশু-সহ মৃত্যু হল দু’জনের৷ প্লাবিত নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা৷ জলবন্দি কয়েক হাজার পরিবার৷ পাহাড়ে ধস অব্যাহত৷ পৌঁছে গিয়েছে এনডিআরএফ৷ ফুঁসছে উত্তরের সব নদীই৷ তরাই-ডুয়ার্সে কৃষিজমি, চা বাগান জলের তলায়৷

জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকাও৷ দুর্গতদের উদ্ধার করে ত্রাণশিবিরে পৌঁছে দেওয়ার কাজ জারি রেখেছে প্রশাসন৷ বিলি করা হচ্ছে শুকনো খাবার৷ যদিও ত্রাণের দাবিতে ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ দেখান কিছু মানুষ৷ সিকিম ও ভুটান পাহাড়েও প্রচুর বৃষ্টির জেরে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডুয়ার্সের নদীগুলি৷ বাউরি নদী পেরোতে গিয়ে ডুয়ার্সের গেরগেন্দা চা-বাগানের বাসিন্দা রজত মিনজের (৩২) মৃত্যু হয়েছে৷ অন্যদিকে কালচিনির দক্ষিণ লতাবাড়ি গ্রামে খেলতে খেলতে ঘরের পিছনের জমা জলে পড়ে মৃত্যু হয় ইশাক ওরাওঁ নামে এক বছর ন’মাসের এক শিশুর৷ ডুয়ার্সের হাসিমারা, কালচিনি এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল৷ ভেঙে পড়েছে সেতু৷ ফলে বিপর্যস্ত সড়ক যোগাযোগ৷ এরই মধ্যে বহু জায়গায় প্রকট হচ্ছে নদীভাঙন৷ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ মালদহের ফুলহার ও মহানন্দা নদীতে জলস্ফীতির জেরে বাড়ছে প্লাবনের আশঙ্কা৷

Advertisement

সেবক-সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের জেরে এখনও ব্যাহত হচ্ছে যানচলাচল৷ নতুন করে এদিনও কয়েকটি জায়গায় ছোটখাটো ধস নেমেছে৷ ধস মোকাবিলায় কার্শিয়াং সার্কিট হাউসে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক-কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement