Advertisement
Advertisement

Breaking News

বিক্ষিপ্ত বৃষ্টিতে নতুন করে প্লাবনের আশঙ্কা

ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে রাজ্য সরকার৷

Heavy rainfall, flood-like situation in Kolkata

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 4:22 pm
  • Updated:August 23, 2016 4:22 pm

স্টাফ রিপোর্টার: একা রামে রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর৷ চলতি প্রবাদটি ফের মনে করিয়ে দিল মঙ্গলবার দুপুরে আকাশ কালো করে ভারী বৃষ্টি শুরু হওয়ায়৷ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি৷ ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে হাওড়া-হুগলিসহ বেশ কয়েকটি জেলার প্রশাসনের শীর্ষকর্তাদের৷ কারণ, ফের ডিভিসি জল ছাড়ায় নতুন করে জল ঢুকতে শুরু করে দিয়েছে৷

এদিকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় উদয়নারায়ণপুর এবং হুগলির বেশ কিছু এলাকা পরিদর্শন করে এসে মঙ্গলবার মহাকরণে নিজের দফতরে জরুরি বৈঠকে বসেন৷ প্লাবিত এলাকার দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিও বাড়তি উদ্যোগ নিয়ে দুর্গতদের জন্য আশ্রয়ের পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করেছে৷

Advertisement

মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরের মনসুকা নদী বাঁধের প্রায় ১০ ফুট অংশ ভেঙে যাওয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে৷ ডিভিসির জলে ভেসে গিয়েছে হুগলির গোঘাটও৷ এদিন ডিভিসির ছাড়া জলে গোঘাট এক নম্বর ব্লকের শেওড়া, নকুন্ডা, কুলকি, ভাদুরের মতো গ্রাম প্লাবিত হয়৷ জলের তোড়ে গোঘাটের রাস্তা প্লাবিত হয়েছে৷ গোঘাট দু’ নম্বর ব্লকের গরমান্দরন, সাতবেড়িয়া, পশ্চিম অমরপুরের মতো অঞ্চল প্লাবিত হয়েছে৷ জল জমায় আরামবাগ-মেদিনীপুর, আরামবাগ-বাঁকুড়া ও আরামবাগ-বদনগঞ্জ রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে৷ এর ফলে বিপাকে পড়েছেন এলাকার বহু সাধারণ মানুষ৷

মঙ্গলবার ফের আকাশ কালো করে বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় জল বাড়ার আশঙ্কা আরও বাড়ছে৷ তবে এই বৃষ্টি নিম্নচাপের নয় বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ ডিভিসি জল ছাড়ার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই বিপর্যয় মোকাবিলায় হাওড়া জেলা প্রশাসন ৩০টি নৌকো প্রস্তুত রেখেছে৷ হাওড়া ও হুগলির মতো এলাকা প্লাবিত হওয়ায় জেলা প্রশাসনগুলির তরফে ত্রিপল, জল, খাবার, মজুত রাখা হয়েছে৷ হাওড়ায় ২০টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement