Advertisement
Advertisement

Breaking News

আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেশী রাজ্যে নিম্নচাপ সরলেই বঙ্গে কমবে বৃষ্টি৷ ইতিমধ্যেই জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা৷

Heavy rain will continue in Kolkata

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 9:01 am
  • Updated:October 27, 2023 7:07 pm  

স্টাফ রিপোর্টার: প্রতিবেশী রাজ্যে নিম্নচাপ সরা পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীকে৷ ততক্ষণ অবধি দফায় দফায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি৷ যদিও আশার বাণী শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ আজ শহরে বৃষ্টি হলেও তার প্রভাব একটু হলেও কমবে৷ তবে পুরোপুরি নিম্নচাপের প্রভাব মুক্ত হতে শুক্রবার সকালও হয়ে যেতে পারে৷

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা বিজ্ঞানী গোকুলচন্দ্র দেবনাথ জানিয়েছেন, “গভীর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা রয়েছে বাংলাদেশের উপর৷ কিন্তু এর অভিমুখ বিহার ও ঝাড়খণ্ডের দিকে৷ যা যাবে রাজ্যের আকাশের উপর দিয়ে৷ ফলে আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷”

Advertisement

ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপের ভ্রুকুটির রক্তচক্ষু৷ যার প্রভাবে গত আড়াই দিনেরও বেশি সময় ধরে চলা টানা বৃষ্টিতে কার্যত নাস্তানাবুদ অবস্থা কলকাতার৷ কখনো ঝিরিঝিরি কখনও মুষলধার৷ অবিশ্রাস্ত বৃষ্টিতে ক্লান্ত শহরবাসী৷ বুধবারও দফায় দফায় ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ টানা তিনদিনের বৃষ্টিতে বুধবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি৷ সর্বনিম্ন্ ছিল ২৫.৫৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম৷ এদিন রাতে দমদমের কাছে ট্রেন লাইনে জল উঠে যাওয়াও শিয়ালদহ-বনগাঁ সেকশনের ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যহত হয়ে পড়ে৷ সমস্যায় পড়তে হয় অন্যান্য সেকশনের নিত্যযাত্রীদেরও৷ আজও সমুদ্র উপকুলবর্তী এলাকায় সতর্কতা জারি৷ সতর্ক করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমের জেলা প্রশাসনগুলিকেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement