Advertisement
Advertisement

সরকারি চাকুরে থেকে কৃষক হয়েই কোটি টাকার মালিক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোজা পথে সবাই হাঁটে, তবে কঠিন পথ পেরিয়ে যাঁরা গন্তব্যে পৌঁছন, তাঁদের কাছে সাফল্যের স্বাদ একটু বেশিই মিষ্টি৷ যেমনটা হয়েছে রাজস্থানের হরিশ ধনদেবের ক্ষেত্রে৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাসশীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ‘দাদাগিরি’! পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা Advertisement সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে দিব্যি কাজ করছিলেন জয়সলমের মিউনিসিপাল […]

He Left A Govt Job & Now Makes ₹2 Crores Annually By Farming World Class Aloe Vera
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 8:43 pm
  • Updated:July 16, 2016 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোজা পথে সবাই হাঁটে, তবে কঠিন পথ পেরিয়ে যাঁরা গন্তব্যে পৌঁছন, তাঁদের কাছে সাফল্যের স্বাদ একটু বেশিই মিষ্টি৷ যেমনটা হয়েছে রাজস্থানের হরিশ ধনদেবের ক্ষেত্রে৷

সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে দিব্যি কাজ করছিলেন জয়সলমের মিউনিসিপাল কাউন্সিলে৷ হঠাৎ জীবনের মোড় ঘুরিয়ে দিল দিল্লির এক কৃষি প্রদর্শনী৷ সেখান থেকেই চাষের নেশায় পেয়ে বসল হরিশকে৷ চাষের জন্য ছেড়ে দেন সরকারি চাকরিও৷

Advertisement

প্রথমে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছিল৷ শুনতে হয়েছিল অনেক কথা৷ কিন্তু কোনও কথাতে কান না দিয়ে একমনে উন্নত প্রজাতির অ্যালো-ভেরা বা ঘৃতকুমারীর ফার্ম গড়ে তোলেন হরিশ৷ কষ্ট করে যে বীজ রোপণ করেছিলেন, তার ফল ততখানিই মধুর হয়ে ফিরে এসেছে হরিশের কাছে৷ দিনে দিনে বেড়েছে তাঁর প্রসেসড অ্যালোভেরার চাহিদা৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে৷ এখন রাজস্থানের এই সিভিল ইঞ্জিনিয়ার থেকে কৃষক হওয়া যুবকের বার্ষিক আয় ১.৫ থেকে ২ কোটি টাকা৷

দেশের প্রথমসারির এফএমসিজি কোম্পানিগুলি থেকে প্রচুর পরিমাণে অর্ডার তো আসেই, সেই সঙ্গে ব্রাজিল, হংকং ও আমেরিকার মতো দেশগুলিতে রফতানি হয় হরিশের অ্যালো-ভেরা৷ ইতিমধ্যেই পেয়ে গিয়েছে পতঞ্জলি বিশেষজ্ঞদের সার্টিফিকেটও৷ গত চারমাসে শুধুমাত্র হরিদ্বারেই ১২৫-১৫০ টন অ্যালো-ভেরা পাঠিয়েছেন হরিশ৷ চাকরি ছেড়ে অনেকেই ব্যবসা করে কোটপতি হন, কিন্তু চাষ করেও যে সফল হওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন হরিশ৷

ma

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement