Advertisement
Advertisement

Breaking News

গণধর্ষিতাকে বিয়ে করে কলেজে ভর্তি করলেন যুবক

একেই না বলে প্রেম৷

Haryana Man Married A Gang Rape Victim, Enrolled Her In A Law College
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 8:34 pm
  • Updated:July 27, 2016 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষই পারে ধংস করতে, আবার মানুষই পারে সৃষ্টি করতে৷ সৃষ্টির পথেই সমাজকে নতুন পথ দেখায় জিতেন্দর ছত্তরের মতো যুবক৷ এক গণধর্ষিতাকে বিয়ে করে তাঁকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন হরিয়ানার এই ২৯ বছরের কৃষক৷ শুধু তাই নয়, স্ত্রীকে আইন নিয়ে পড়ার জন্য কলেজেও ভর্তি করিয়েছেন তিনি৷

বছর কয়েক আগে নীরজ নামে এক কোচিং সেন্টারের মালিক ও তাঁর চার সঙ্গী মিলে ধর্ষণ করে জিতেন্দরের স্ত্রীকে৷ তারপর দীর্ঘদিন মামলা চলে৷ মেয়েটির পরিবার যখন জিতেন্দরকে বিয়ের কথা বলে৷ সবশুনে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলেন তিনি৷ জিতেন্দরের হ্যাঁ বলার কথা শুনে তাঁর সঙ্গে আলাদা করে দেখা করে পিছিয়ে যেতেও বলেছিলেন তাঁর বর্তমান স্ত্রী৷ কিন্তু, জিতেন্দর পিছু হটেননি৷ আগে এগিয়ে ধরেন তাঁর হাত৷

Advertisement

বিয়ের পরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জিতেন্দর ও তাঁর স্ত্রীকে৷ বাইরের লোকেদের কথা শোনার পাশাপাশি আদালতের মামলাও সমানে লড়ে যেতে হয়৷ এমনকী একসময়, ধর্ষণের অভিযুক্তরা জিতেন্দরকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত অফার করেছিল স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য৷ কিন্তু, জিতেন্দরের কাছে টাকা নয় সবার আগে মানবিকতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement