Advertisement
Advertisement

Breaking News

৯ মাস পর জামিনে মুক্ত হার্দিক প্যাটেল

আগামী ৬ মাস গুজরাতের ত্রিসীমানায় ঢুকতে পারবেন না হার্দিক৷

Hardik Patel released after nine months
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 2:33 pm
  • Updated:July 15, 2016 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতিদার কোটা আন্দোলনের উদ্যোক্তা হার্দিক প্যাটেল প্রায় ৯ মাস পর শুক্রবার লাজপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন৷ গত সপ্তাহে গুজরাট হাইকোর্ট একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করে৷ মুক্তি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্যাটেলকে গুজরাত ছেড়ে চলে যেতে হবে৷ আগামী ৬ মাস গুজরাতের ত্রিসীমানায় ঢুকতে পারবেন না হার্দিক৷

তবে তিনি যে এখনও সংরক্ষণের দাবিতে অনড়, সে কথা আজ জেল থেকে বেরিয়েই স্পষ্ট করে দিয়েছেন হার্দিক৷ তিনি বলেছেন, “সংরক্ষণ চাই, ৫৬ ইঞ্চির ছাতি চাই না৷” পতিদারদের আন্দোলনকে সমর্থন করে যাবেন বলে জানিয়ে হার্দিক আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি তৈরি৷ আজই সুরাতে  একটি  বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে হার্দিকের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement